নাড়ী জ্যোতিষ মতে আপনার প্রেম জীবন কেমন

বাংলাহান্ট ডেস্কঃ নাড়ী জ্যোতিষ দক্ষিণ ভারতীয় এক প্রাচীন জ্যোতিষ শাস্ত্র, যা পৌরাণিক বেশ কিছু ঋষি গনের লেখা জ্যোতিষ সূত্র কে নিয়ে গড়ে উঠেছে। তার মধ্যে একটি হল ভৃগু এবং নন্দী ঋষি দ্বারা যৌথ ভাবে লিখিত ভৃগু নন্দী নাড়ী জ্যোতিষ, এই জ্যোতিষে ভাবের বা লগ্নের কোনো গুরুত্ব নেই। কেবলমাত্র ৯ টি গ্রহ ও ১২টি রাশির কম্বিনেশন কে দেখে ফলাদেশ করা হয় এবং এ ফলাদেশ যেমন অত্যন্ত সহজ সরল ঠিক তেমনি পারফেক্ট হয়।

astrology 4541008 960 720

নাড়ী জ্যোতিষ সাধারন জ্যোতিষের থেকে বেশ কিছুটা আলাদা। এই জ্যোতিষে প্রেমের কারক গ্রহ বুধ। প্রেমের প্রথম সূচনা হয় বন্ধুত্ব থেকে। আর সেই বন্ধু কারক গ্রহ হল বুধ। প্রেম আসে অন্তরালে, গোপনে, আর গোপন মানেই কেতু।তার মানে আপনার জন্মছকে বুধ এবং কেতু যদি কোনও না কোনও ভাবে যুক্ত হয়, বা একে অপরের থেকে ১, ৫, ৯ বা ৩, ৭, ১১ বা ২, ১২-তে থাকে, তা হলে কিন্তু আপনার জীবনে প্রেম আসবেই।

বুধ + কেতু: প্রকৃত বন্ধুর সংখ্যা কম,বন্ধুর মাঝেই শত্রু, সত্যিকারের প্রেম আসবে

বুধ + কেতু + শুক্র: সত্যিকারের প্রেম এবং তা থেকে বিবাহ

মঙ্গল + শুক্র: শারীরিক মোহ

চন্দ্র + বুধ: ইমোশনাল, কল্পনাপ্রবণ, রোম্যান্টিক

শুক্র + রাহু: একাধিক প্রেম, শারীরিক মোহ

সম্পর্কিত খবর