ইস্টবেঙ্গলকে হারিয়েও স্বস্তিতে নেই মোহনবাগান! একটা কারণেই চিন্তিত কোচ মোলিনা

বাংলা হান্ট ডেস্ক: গত শনিবারে কলকাতা ডার্বি শুরু হওয়ার আগেই বেঙ্গালুরু পরাজিত হওয়ার “সুসংবাদ” পেয়েছিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। ঠিক তারপরেই ইস্টবেঙ্গলকে (East Bengal FC) হারিয়ে ডার্বি জিতে নিজেদের আনন্দ দ্বিগুণ করে ফেলল সবুজ মেরুন শিবির। শুধু তাই নয়, এই জয়ের ওপর ভর করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর থেকে ৮ পয়েন্টে এগিয়ে গিয়েছে মোহনবাগান। এদিকে, ডার্বিতে জয় এলেও দলের খেলায় আদৌ সন্তুষ্ট নন মোহনবাগানের কোচ হোসে মোলিনা। আর এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

কি জানালেন মোহনবাগান (Mohun Bagan Super Giant) কোচ মোলিনা:

মোলিনা স্পষ্ট করেছেন যে, মোহনবাগানের (Mohun Bagan Super Giant) ওই ম্যাচে আরও বেশি শাসন করার পাশাপাশি আরও বেশি গোলের ব্যবধানে জেতা উচিত ছিল। মোলিনা জানিয়েছেন, “সামগ্রিকভাবে আমি দলের খেলায় খুশি। এছাড়াও, পয়েন্ট তালিকার পরিপ্রেক্ষিতেও আমরা যথেষ্ট স্বস্তিতে রয়েছি। কিন্তু, এই ম্যাচে আমরা আরও ভালো খেলতে পারতাম।”

What Jose Francisco Molina Mohun Bagan Super Giant said.

তিনি আরও বলেন “আমাদের কাছে যখন একজন ফুটবলার বেশি রয়েছে তখন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। আরও বেশি গোল করা উচিত ছিল। তবে, অনেক কষ্টে ম্যাচটা জিততে হলেও আমরা খুশি। প্রত্যেকে ভালোভাবে পারফরম্যান্স করেছে। লিগ এখনও শেষ হয়নি। তাই, আমাদের কাজও বাকি রয়েছে।”

আরও পড়ুন: ভারতের ওপর পড়ল কার “নজর”? চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনল RBI, হু হু করে কমছে…..

এদিকে, গতকালকের ম্যাচটাই এই মরশুমের সেরা ম্যাচ কিনা জানতে চাওয়া হলে মোহনবাগান (Mohun Bagan Super Giant) কোচ মোলিনা জানান, “প্রতিনিয়ত সব দলই তাদের কৌশল বদলাচ্ছে। এটা সেরা ম্যাচ কি না আমি তা জানিনা। কেরল, পাঞ্জাব সবাই নতুনভাবে খেলার চেষ্টা করছে।” তিনি এটাও বলেন যে, “প্রথমার্ধে আমরা এমন দু’টো সুযোগ পেয়েছিলাম যেগুলিকে অবশ্যই আমাদের কাজে লাগানো উচিত ছিল। তবে, আমাদের সমর্থকদের জন্য আমরা যথেষ্ট খুশি। তাঁরা নিশ্চয়ই কলকাতায় উৎসবে মেতে উঠেছেন।”

আরও পড়ুন: বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন রোনাল্ডো! এবার বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে গড়লেন দুর্ধর্ষ নজির

প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকালকের ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট দ্বিতীয়ার্ধে নেমে ভাল খেলেছেন। এছাড়াও, পরিবর্ত হিসেবে মাঠে নেমেছেন দিমিত্রি পেত্রাতোসও। এমতাবস্থায়, দলের (Mohun Bagan Super Giant) পরিবর্ত ফুটবলারদেরও ভূয়সী প্রশংসা করেছেন মোলিনা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর