মহাদেব শিবের কেমন ছবি বাড়িতে রাখলে তা শুভ ইঙ্গিতবাহী? জেনে নিন

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার বাবা মহাদেবের (mahadev) বার। এইদিন মহিলারা অনেকেই উপোষ থেকে শিবের (shiva) মাথায় জল ঢালেন। তারউপর এখন তো চৈত্র মাস। অনেকেই এই গোটা মাস ধরে প্রতি সোমবার ব্রত রেখে বাবার মাথায় জল ঢালেন। তবে বাড়িতে কেমন শিবের ছবি রাখবেন এবং তা কোথায় কিভাবে রাখবেন সেটাও জেনে নিন।

16 kemp fort shiva statue

শিব ঠাকুরের ছবি কখনই মাটিতে রাখা ঠিক নয়। যদি জায়গার অভাবে মাটিতে রাখতেই হয়, তাহলে একটা পরিষ্কার কাপড় রেখে তার উপর রাখবেন।

image 27

বাড়ির উত্তর-পূর্ব দিকে মুখ করে শিব ঠাকুরের ছবি রাখলে সংসারের মঙ্গল হয়। ধারণা করা হয়, এতে করে সংসারে পজেটিভ শক্তির প্রবেশ হয়। আর্থিক উন্নতিও হয় গৃহস্থের।

f9f56052279f563304223d57c6f36996

ঠাকুরঘরে একাধিক শিবের ছবি বা মূর্তি না রেখে একটি ছবি রেখেই তাতে ভক্তি ভরে পুজো করুন। মহাদেবের আশীর্বাদ ঝরে পড়ে আপনার পরিবারে।

mahadev

ধ্যানমগ্ন শিবের ছবি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয়। এতে করে পরিবারের সদস্যদের মন থেকে মনোমালিন্য দূর হয়ে মন শান্ত এবং স্নিগ্ধ হয়। বাড়িতে শুভ শক্তির প্রবেশ ঘটে।

vvvv

বাড়িতে শিবের নটরাজ মূর্তি রাখা ঠিক নয়। এই মূর্তি খারাপ ইঙ্গিত বাহী।

Smita Hari

সম্পর্কিত খবর