“২৫ কোটির বোলার….”, সতীর্থরাই করত মজা! চ্যাম্পিয়ন হওয়ার পর “আক্ষেপ” স্টার্কের

বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League)-এ একদম প্রথম থেকেই দাপটের সাথে পারফরম্যান্স প্রদর্শন করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যে দাপট পরিলক্ষিত হয়েছে ফাইনাল ম্যাচেও। সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) কার্যত উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে KKR। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মরশুমের প্রথম থেকেই খারাপ ফর্মের জন্য সমালোচনার মুখোমুখি হওয়া মিচেল স্টার্ক (Mitchell Starc) প্লে-অফ এবং ফাইনালে রীতিমতো ঝড় তোলেন।

এমতাবস্থায়, IPL-এর ফাইনাল ম্যাচের সেরা হিসেবে বিবেচিত স্টার্কের গলায় ঝড়ে পড়ল আক্ষেপ। মূলত, পুরস্কার নিতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের “২৫ কোটি”-র এই তারকা পেসার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে IPL খেলেননি। যদিও, এবার তিনি এই টুর্নামেন্ট খেলেছেন। পাশাপাশি, তিনি এটাও বলেন যে প্রতিযোগিতার সবথেকে দামি ক্রিকেটার হওয়ায় তাঁকে নিয়ে সতীর্থরাই মজা করতেন। স্টার্ক জানান, “আমি অনেক বছর IPL খেলিনি। তবে, এবার KKR আমার ওপর ভরসা দেখিয়েছে। কিন্তু, আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।” এমতাবস্থায়, কয়েক বছর ধরে তাঁর IPL-এ দল না পাওয়ার বিষয়টি যে স্টার্কের খারাপ লেগেছিল তা তাঁর কথায় স্পষ্ট হয়ে গিয়েছে।

What Mitchell Starc said after becoming the IPL champion.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, IPL-এর প্রথমদিকের ম্যাচগুলিতে তেমন ছন্দে ছিলেন না স্টার্ক। পাশাপাশি, প্রচুর রান দিয়ে ফেললেও তিনি পাচ্ছিলেন না উইকেট। যার পরিপ্রেক্ষিতে তাঁকে পড়তে হয় তুমুল সমালোচনার মুখে। যদিও, টুর্নামেন্টের শেষ দিকে তিনি দেখাতে শুরু করেন তাঁর দাপট। এমতাবস্থায়, ফর্ম ফিরে পাওয়ায় সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন স্টার্ক। তিনি জানান, “সাপোর্ট স্টাফেরা আমার সবসময় পাশে ছিল। আমাদের জন্য তারা অনেক সময়ও দিয়েছে। ওদের সাহায্য না পেলে টুর্নামেন্টের শেষের দিকে আমি এভাবে বল করতে পারতাম না।”

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১ জুনের আগে এই কাজটি না করলেই আর মিলবে না LPG সিলিন্ডার

এদিকে, অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রশংসাও করেছেন স্টার্ক। তিনি জানান,“ফাইনাল ম্যাচে টস হেরে যাওয়ায় বল করতে হয়। প্রথম কয়েকটা বলের পরেই এটা বুঝে গিয়েছিলাম যে এই পিচে কিভাবে বল করতে হবে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম। পরিকল্পনা অনুযায়ী সেটাই করে দেখিয়েছি। শ্রেয়সকেও এই বিষয়ে কৃতিত্ব দিতে হবে। যেভাবে ও বোলারদের ব্যবহার করেছে তা অবশ্যই অসাধারণ।”

আরও পড়ুন: মুকেশ আম্বানির জাদুতে মালামাল বিনিয়োগকারীরা! মাত্র ৫ দিনেই হল ৬০,০০০ কোটির মুনাফা

পাশাপাশি, নিজের অভিজ্ঞতাকেও কাজে লাগিয়েছেন স্টার্ক। তাঁর মতে, “আমি অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। কিছুটা হলেও আমার অভিজ্ঞতা হয়েছে। এখন আমি ফাইনালের চাপ নিতে পারি। জানতাম শুরুতেই ওদের ধাক্কা দিতে হবে।” এদিকে, সামগ্রিকভাবে KKR-এর বোলিং অ্যাটাক নিয়ে যথেষ্ট গর্ব করেছেন এই তারকা পেসার। তিনি বলেন, “আমাদের দলের প্রত্যেক বোলার যথেষ্ট ভালো খেলেছে। পেসারেরা নিজের কাজ ভালোভাবে করেছে। মাঝের ওভারে স্পিনারেরা উইকেট পেয়েছে। যার ফলে কোনও একজনের ওপর নির্ভর করতে হয়নি।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর