দেশে নেই শান্তি! অথচ ভারতকে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছেন ইউনূস, মাস্কের কাছে করলেন বড় আবেদন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমেরিকান ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা ভারতের বাজারে প্রবেশের জন্য আবেদন করেছে। বর্তমানে মাস্কের কোম্পানি ভারত সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বড় বাজি ধরেছে বাংলাদেশ (Bangladesh)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মোহাম্মদ ইউনূস মাস্ককে তাঁর দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। মাস্ককে পাঠানো এক আবেগঘন চিঠিতে ইউনূস লিখেছেন, তিনি এখানে এসে দেশের যুব সম্প্রদায় ও গ্রামাঞ্চলের জন্য মহৎ কাজ করবেন।

বাংলাদেশে (Bangladesh) স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনা:

এদিকে, ইউনূস সরকার ৯০ দিনের মধ্যে বাংলাদেশে (Bangladesh) স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনাও করছে বলে জানা গিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ইউনূস মাস্ককে একটি চিঠি লিখে বাংলাদেশ সফরের অনুরোধ জানিয়েছিলেন। যাতে তিনি দেশের তরুণদের সাথে দেখা করতে পারেন। কারণ, তাঁরাই অত্যাধুনিক প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন।

What Muhammad Yunus asked Elon Musk Bangladesh.

স্টারলিঙ্ক থেকে বাংলাদেশের কী লাভ: ইউনূস চিঠিতে লিখেছেন, “আসুন, আমরা একসাথে একটি ভালো ভবিষ্যতের আমাদের ভাগ করা দৃষ্টিভঙ্গি উপলব্ধি করি।” তিনি বলেন, বাংলাদেশের (Bangladesh) ডিজিটাল পরিকাঠামোতে স্টারলিঙ্ককে সংযুক্ত করা দেশের যুব, গ্রামীণ এলাকা, নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর ওপর ইতিবাচক ও বৈপ্লবিক প্রভাব ফেলবে।

আরও পড়ুন: সর্বনাশ! চ্যাম্পিয়ন্স ট্রফিতে সন্ত্রাসবাদী হামলার হুমকি, অতিথিদের করা হবে অপহরণ? জারি সতর্কতা

৯০ দিনের মধ্যে লঞ্চের প্রস্তুতি: সরকারি বার্তা সংস্থা BSS অনুসারে, ইউনূস তাঁর উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে (Bangladesh) স্টারলিঙ্ক চালু করার প্রক্রিয়া সম্পন্ন করতে মাস্কের স্পেসএক্স দলের সাথে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: Tata Motors-এর বিরাট চমক! ২০২৫-এই বাজারে এন্ট্রি নিচ্ছে ২ টি দুর্ধর্ষ SUV, গ্রাহকদের মধ্যে শুরু হইচই

টেলিফোনে হয় আলোচনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনূস এবং ইলন মাস্ক টেলিফোনে দীর্ঘ আলোচনা করেছিলেন। যেখানে ভবিষ্যতে সহযোগিতার সুযোগ এবং বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছিল। এই পরিকল্পনা সফল হলে বাংলাদেশের (Bangladesh) প্রত্যন্ত ও ইন্টারনেট বঞ্চিত এলাকাগুলি দ্রুত এবং সহজলভ্যভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে। যার পরিপ্রেক্ষিতে ওই দেশে ডিজিটাল বিপ্লবকেও আরও শক্তিশালী করে তুলবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X