বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-এর IPL (Indian Premier League)-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনিই চলতি বছরের IPL-এ খেলছেন। এদিকে কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে আগামী মাসের শুরুতেই মুস্তাফিজুর বাংলাদেশে ফেরত যাবেন। পাশাপাশি, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন যে, IPL থেকে মুস্তাফিজুরের আর কিছু শেখার নেই।
তবে, এবার মুস্তাফিজুরের বাংলাদেশ টিমেরই এক সতীর্থ জানালেন বড় তথ্য। মূলত, তাঁর সতীর্থ তথা বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার থেকে IPL-এ খেলতে মুস্তাফিজুর বেশি ভালোবাসেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের IPL-এ চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর। পাশাপাশি, IPL-এ খুব একটা খারাপ ছন্দে নেই তিনি। ইতিমধ্যেই মুস্তাফিজুর নিয়ে ফেলেছেন ১১ টি উইকেট। এমতাবস্থায়, চেন্নাইয়ের হয়ে সব থেকে বেশি উইকেট তিনিই পেয়েছেন। পাশাপাশি, বেগনি টুপির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।
এদিকে, মুস্তাফিজুরের প্রসঙ্গে শরিফুল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার মনে হয় মুস্তাফিজুর বাংলাদেশের হয়ে খেলার থেকে IPL-এ খেলতে বেশি ভালবাসে। এমনটাও হতে পারে যে, ওখানে চাপ কম থাকে। আর সেই কারণে খেলাটা উপভোগ করা যায়। কিন্তু, বাংলাদেশের হয়ে খেলার সময়ে প্রত্যাশার চাপ অত্যন্ত বেশি থাকে। যার ফলে সেই চাপে খেলা অনেক সময় খারাপ হয়ে যায়।”
আরও পড়ুন: CSK-র প্রথম অধিনায়ক হিসেবে পেলেন সেঞ্চুরি! আজকের ম্যাচেই রুতুরাজ গড়লেন রেকর্ডের পাহাড়
এদিকে, শরিফুল IPL না খেললেও মুস্তাফিজুরের সঙ্গে যে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে সেই বিষয়টি জানিয়েছেন তিনি। শরিফুল বলেন, “মুস্তাফিজুরের প্রতিটি খেলা আমি দেখেছি। ম্যাচের পরে ওর সঙ্গে আমার কথাও হয়।” প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের হয়ে বেশ কিছু ভালো ম্যাচ খেলা মুস্তাফিজুর সম্প্রতি দেশের হয়ে কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারেননি। এই বিষয়টির পরিপ্রেক্ষিতেও শরিফুল বয়ান দিয়েছেন।
আরও পড়ুন: চলছে দল সাজানো! T20 বিশ্বকাপে ইনিই হবেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক, নাম জানালেন সৌরভ
তাঁর মতে, “বাংলাদেশের হয়ে ধারাবাহিক ভাবে ভালো খেলেছে মুস্তাফিজুর। হয়তো শেষ ২ থেকে ৩ টে ম্যাচে সে ভালো করতে পারেনি। অনেক সময়ে অত্যধিক চাপে ভুল হয়ে যায়। আর মুস্তাফিজুর ভালো খেলেছে বলেই সমর্থকদের প্রত্যাশা ওকে নিয়ে বেশি। গত ২-৩ টে ম্যাচে প্রত্যাশা অনুযায়ী ও বল করতে পারেনি বলেই ও কিন্তু খারাপ বোলার হয়ে যাবে না।”