Bajaj-এর কারনামায় চোখ কপালে গড়করির! বিশ্বের প্রথম CNG বাইক লঞ্চ করে কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিশ্বের প্রথম CNG মোটরসাইকেল Freedom লঞ্চের মাধ্যমে সবাইকে অবাক করে দিয়েছে Bajaj। গত শুক্রবার সংস্থাটির তরফে এই দুর্দান্ত মোটরসাইকেল লঞ্চ করা হয়। মোট ৩ টি ভেটিয়েন্টে এই বাইকটি উপলব্ধ হয়েছে। যার প্রারম্ভিক মূল্য হল ৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। এদিকে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই বাইকটির লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। Bajaj অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজের সাথে কেন্দ্রীয় মন্ত্রী এই বাইকটি লঞ্চ করেন।

Bajaj-এর প্রশংসায় পঞ্চমুখ নীতিন গড়করি (Nitin Gadkari):

পাশাপাশি, ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নীতিন গড়করি বিশ্বের প্রথম CNG চালিত মোটরসাইকেল নিয়ে আসার জন্য Bajaj-এর ভূয়সী প্রশংসা করেন। শুধু তাই নয়, তিনি Freedom CNG বাইকের ডিজাইন এবং গুণগতমানের জন্যও প্রস্তুতকারী সংস্থার যথেষ্ট প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Bajaj Freedom বাইকে ডুয়েল ফুয়েল ট্যাঙ্ক টেকনোলজি রয়েছে। এই মোটরসাইকেলটিতে একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক এবং একটি CNG ট্যাঙ্ক উপলব্ধ রয়েছে। যেখানে ২ কেজি গ্যাস ধারণ করা যাবে।

What Nitin Gadkari said at the launch of the world's first CNG bike made by Bajaj.

সংস্থাটির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে Freedom CNG বাইকটি জ্বালানির উভয় মোডেই স্যুইচ করতে পারবেন চালকেরা। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, Freedom CNG বাইকটি CNG মোডে প্রতি কেজিতে ১০২ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবং পেট্রোল মোডে মাইলেজ দেবে প্রতি লিটারে ৬৪ কিলোমিটার।

আরও পড়ুন: ছেলের বিয়ের আগেই দুসংবাদ! আচমকাই মহাসঙ্কটে মুকেশ আম্বানি

প্রশংসা করলেন নীতিন গড়করি: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বাইকটিকে প্রত্যক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি Bajaj-এর রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমের প্রশংসা করেছেন। পাশাপাশি এইরকম পরিবেশ বান্ধব ও কম দামে চলতে সক্ষম বাইক নিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, তাঁর লক্ষ্য হল দেশে বায়ুদূষণ হ্রাস করা। তিনি বাইকটিকে আরও পরিবেশবান্ধব করে তুলতে রাজীব বাজাজকে বাইকের পেট্রোল ট্যাঙ্কটিকে ইথানল দিয়ে প্রতিস্থাপনের আহ্বান জানান।

আরও পড়ুন: বিশ্বে এই প্রথম! অত্যধিক কাজের চাপে দিশেহারা হয়ে আত্মহত্যা রোবটের

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমি অনুরোধ করব এর পরিবর্তে ২ লিটারের ইথানল পাম্প তৈরি করতে। পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা, কিন্তু CNG-র দাম মাত্র ৬০ টাকা। পেট্রোল দূষণও তৈরি করে।” এদিকে, মন্ত্রী বাইকটির ডিজাইনের প্রশংসা করে বলেন, “আমি এখনও বুঝতে পারছি না যে এখানে সিলিন্ডারটি কোথায় রয়েছে? কাউকে চ্যালেঞ্জ করলেও তার পক্ষে এটি খুঁজে পাওয়া মুশকিল হবে।” পাশাপাশি, তিনি আরও বলেন “আমি আশা করছি যে এই বাইকটি শুধুমাত্র ভারতেই নয় বরং বিশ্বজুড়ে জনপ্রিয় উঠবে।” নীতিন গড়করির মতে, পেট্রোল বাইকের তুলনায় Bajaj Freedom CNG বাইক গ্রাহকদের বেশি আকৃষ্ট করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর