বাংলা হান্ট ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ৫ টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হতে আর বেশি বাকি নেই। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডের ঐতিহাসিক মাঠে সম্পন্ন হতে চলেছে গোলাপী বলের এই টেস্ট ম্যাচ। যেটি দিনে ও রাতে খেলা হবে। এদিকে এই ম্যাচে ভারতের হয়ে কে ওপেন করবেন তা নিয়ে ম্যাচের আগে শুরু হয় প্রবল সাসপেন্স। কিন্তু, অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ম্যাচের ঠিক একদিন আগে এসে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের হাত ধরেই শুরু হবে ইনিংস।
কি জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma):
যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ভারতের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন জসপ্রীত বুমরাহ। পাশাপাশি, ওই ম্যাচে ভারতের হয়ে ওপেন করেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। এই জুটি ম্যাচের প্রথম ইনিংসে বিশেষ কিছু করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দু’জনে মিলে ২০০ রানের জুটি গড়ে রেকর্ড গড়েন। এবার দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে ফিরেছেন রোহিত শর্মা। এমতাবস্থায় গত কয়েকদিন ধরে সবার মনে একই প্রশ্ন ছিল ওপেনার হিসেবে রোহিত আদৌ মাঠে নামবেন কিনা? তবে, এবার জানা গেল তিনি মিডল অর্ডারে খেলবেন।
মিডল অর্ডারে খেলবেন রোহিত শর্মা: ম্যাচের একদিন আগে বৃহস্পতিবার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল টিমের জন্য ম্যাচ উইনিং পার্টনারশিপ উপহার দিয়েছেন। এমতাবস্থায়, এই জুটির পরিবর্তনের কোনও মানে হয়না। পাশাপাশি, এটি দলের স্বার্থে সহজ সিদ্ধান্ত বলেও মনে করেছেন তিনি। এর মানে, পরের টেস্টেও যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলকে ওপেন করতে দেখা যাবে। পাশাপাশি রোহিত শর্মা মিডল অর্ডারে ৫ অথবা ৬ নম্বরে ব্যাট করবেন।
আরও পড়ুন: ৩৭ টি ছক্কায় ১২০ বলে ৩৪৯ রান! T20-তে সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করল পান্ডিয়া ব্রাদার্সের দল
২,১৭২ দিন পর টেস্টে ওপেন করবেন না রোহিত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রোহিত শর্মা (Rohit Sharma) শেষবার ২০১৮ সালে টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে মিডল অর্ডারে খেলেছিলেন। এরপর ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা দল ভারত সফরে এলে সেখান থেকে ওপেনিংয়ের দায়িত্ব নেন রোহিত শর্মা। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি শুধু ওপেনিং করে আসছেন। এমতাবস্থায় ২,১৭২ দিন পর, রোহিত শর্মাকে এখন টেস্টে মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে। এদিকে যেহেতু এটি একটি গোলাপী বলের টেস্ট ম্যাচ, সেহেতু রোহিত যখন ব্যাট করতে আসবেন, তখন বলের উজ্জ্বলতা কিছুটা কমে যাবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: গ্রাহকদের খুলল কপাল! ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মে বড় পরিবর্তন করল সরকার, মিলবে এই বিশেষ সুবিধা
তরুণ খেলোয়াড়দের করেন ভূয়সী প্রশংসা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত শর্মা (Rohit Sharma) দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি বলেন যে যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, শুভমান গিলরা হলেন নতুন প্রজন্মের খেলোয়াড়। রোহিত শর্মা মনে করিয়ে দিয়েছিলেন যে, তিনি নিজে যখন প্রথমবার অস্ট্রেলিয়ায় এসেছিলেন, তখন তাঁর চিন্তাভাবনা ছিল কিভাবে স্কোর করবেন। কিন্তু এখন নতুন খেলোয়াড়রা ম্যাচ জেতার কথা ভাবছেন। নতুন খেলোয়াড়দের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত উল্লেখ্য যে, পরের ম্যাচটি ভারত ও অস্ট্রেলিয়া উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।