জয় শ্রী রাম স্লোগান দিয়ে আতিককে খুন! মুখ খুললেন মূল অভিযুক্ত লাভলেশের বাবা ও ভাই

বাংলা হান্ট ডেস্ক : প্রয়াগরাজে পুলিসের সামনেই মাফিয়া আতিক আহমেদ (Atiq Ahmed’s Murder Case) ও তার ভাই আশরাফকে গুলিতে ঝাঁঝরা করে হত্যা করেছে তিন আততায়ী। জানা গিয়েছে, সানি, লাভলেশ, অরুণ, এই তিন আততায়ী হত্যার নেপথ্যে রয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে। খুনের তিন আসামির মধ্যে একজন লাভলেশ তিওয়ারির বাড়ি খুঁজে পেয়েছে পুলিস।

পুলিস সূত্রে খবর, ইউপির কিয়োত্রা এলাকার বাসিন্দা লাভলেশ। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় লাভলেশের বাবা যজ্ঞ তিওয়ারি বলেছিলেন যে তিনি টিভির মাধ্যমে জানতে পেরেছিলেন যে আতিক ও আশরাফকে গুলি করা তিন আসামির মধ্যে তার ছেলেও রয়েছে। যজ্ঞ তিওয়ারি ছেলে সম্পর্কে বলেন যে তাঁর ছেলে একজন মাদকাসক্ত, আর সেই কারণেই সে তাকে পাত্তা দেয় না।

atiq 2

যজ্ঞ তিওয়ারি বলেন, ‘গতকাল টিভিতে দেখার পর জানতে পেরেছি। ছেলের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। ৫-৬ দিনে একবার বাড়ি আসত। স্নান করেই চলে যেত। বাড়ির কারওর সঙ্গেই কোনও কথা বলত না।’ তিনি আরও জানান, লাভলেশ প্রকাশ্যে একবার একটা মেয়েকে চড় মারে। এই অপরাধে সে জেলও খাটে কিছুদিন।

যজ্ঞ তিওয়ারি আরও জানান, ‘লাভলেশ কোনও কাজই করে না। সারাদিন মাতাল হয়ে পড়ে থাকে। পরিবারের সঙ্গে কোনও সম্পর্কই নেই তার। প্রয়াগরাজে যাওয়ার কোনও পরিকল্পনার খবরও আমাদের কাছে ছিল না। আমরা জানিনা সে কী করত, কার সঙ্গে মিশত। এই নিয়ে আমাদের আর কোনও কিছু বলার নেই।

লাভলেশের ছোটভাই বেদ কুমার তিওয়ারি বলেন, ‘লাভলেশ আমার দাদা। বান্দায় থাকত সে। সে কখন বাড়ি আসত, কখন যেত কিছুই জানত না। শেষ বার বাড়ি এসেছিল এক সপ্তাহ আগে।’ তিনি আরও জানান লাভলেশ বজরং দলের সঙ্গে যুক্ত ছিল। অবশ্য ৬ বছর আগে বজরং দল ছেড়ে দেয় বলেও জানায় লাভলেশের ছোট ভাই বেদ।

Sudipto

সম্পর্কিত খবর