বাংলা হান্ট ডেস্ক : ভুল তথ্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা এর আগে কোনো মুখ্যমন্ত্রী কখনই দেননি। বিজেপি শিবিরের এই অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু বিজেপিও যে ভুল করতে পারে তা বোধহয় স্বীকার না করলেও কারোর তা জানতে বাকি নেই। তাই দিলীপের পর এবার বাবুল সুপ্রিয় ভুল তথ্য দিয়ে সংবাদের শিরোনামে উঠে এলেন। সহজ পাঠের তথ্য নিয়ে ভুল মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। এবার সতীদাহ প্রথা নিয়ে ভুল তথ্য দিলেন বাবুল, শুধু ভুল তথ্য দেওয়াই নয় এ এক ঐতিহাসিক ভুল বলছেন অনেকেই। বৃহস্পতিবার খোলা হাওয়া নামে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্বোধন অনুষ্ঠানে এসে বিদ্যাসাগরের 200 বছর জন্মবার্ষিকী সম্পর্কে বক্তব্য রাখতে দিয়ে বাবুল সুপ্রিয় বলেন সতীদাহ প্রথা বিলোপ ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে খোলা হাওয়া নামের একটি অরাজনৈতিক সংগঠনের উদ্বোধন করেন বাবুল সুপ্রিয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, রন্তিদেব সেনগুপ্ত, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের সহ-সভাপতি অরিন্দম চক্রবর্তী, অভিনেত্রী রিমি সেন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন খোলা হাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। পাশাপাশি টলিউডে একটি রাজনৈতিক দলের প্রভাব থাকলেও অন্যান্য রাজনৈতিক দলের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মত প্রকাশ করেন তিনি। তাই সকলকে এক ছাতার তলায় আনতে এই খোলা হাওয়া সংগঠন কাজ করবে বলে জানান।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপির তরফ থেকে টলিউড অভিনেত্রী অভিনেতাদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া থেকে একই ছাতার তলায় আনতে খোলা হাওয়া সংগঠনের কথা ঘোষনা করা হয়। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সেই কাজে দেরি করল না রাজ্য বিজেপি। এদিনের সংগঠনের উদ্বোধন করার পর বিদ্যাসাগরকে নিয়ে বলতে শুরু করেন বাবুল, তিনি বলেন, ;’আজ বিদ্যাসাগরের জন্মবর্ষিকীতে এই সংগঠনতী আত্মপ্রকাশ করল। এটি বড় সুখের কথা। বিদ্যাসাগর মশাই সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন।’
বাবুল সুপ্রিয়ের এই বক্তব্যের জেরে ব্যাপক সমালচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। কিভাবে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এত বড় ভুল করতে পারেন সেই বিষয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি বিদ্যাসাগরের মতো মনিষীকে নিয়ে দিলীপ ঘোষ ও বাবুল ভুল মন্তব্য করেন কিভাবে, সেই নিয়েও উঠছে প্রশ্ন।