বর্ডার-গাভাস্কার ট্রফিতে শোচনীয় হার! ভারতের ব্যাটারদের ধুয়ে দিলেন সৌরভ, স্পষ্ট জানালেন…..

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের শোচনীয় পরাজয়ের ঘটনায় এবার বিরাট প্রতিক্রিয়া দিয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই টেস্ট সিরিজে হারের জন্য তিনি সরাসরি ভারতীয় ব্যাটারদের দায়ী করেছেন। সৌরভ বলেন, “টেস্ট ক্রিকেটে যখন ২০০ রানও করতে পারবেন না, তখন জিতবেন কীভাবে?”

কি জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly):

প্রসঙ্গত উল্লেখ্য যে, সিডনি টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ২০০ রান করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া করে মাত্র ১৮৫ রান এবং দ্বিতীয় ইনিংসে মেলে ১৫৭ রান। এই কারণে টিম ইন্ডিয়া (Team India) ওই ম্যাচে জিততে পারেনি এবং তাদের সিরিজও হারতে হয়েছে।

“১৭০-১৮০ রান করে টেস্ট ম্যাচ জেতা যায় না”: এমতাবস্থায়, সৌরভ (Sourav Ganguly) এই পরাজয়ের পুরো দায় চাপিয়েছেন ব্যাটারদের ওপর। ইন্ডিয়া টুডে-র সাথে ওই প্রসঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, “আমরা ভালো ব্যাটিং করিনি। টেস্ট ক্রিকেটে আমাদের আরও ভালো ব্যাট করতে হবে। ভালো ব্যাটিং না করলে টেস্ট ম্যাচ জেতা যাবে না। মাত্র ১৭০-১৮০ রান করে টেস্ট ম্যাচ জেতা যায় না। এর জন্য কমপক্ষে ৩৫০-৪০০ রান করতে হবে। এখানে কেউ দায়ী নয়। সবাইকে রান করতে হত।”

আরও পড়ুন: অস্ট্রেলিয়াতে হারের জের! রোহিত শর্মা সহ এই ৩ খেলোয়াড় দল থেকে পড়বেন বাদ, হয়ে গেল কনফার্ম

জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিডনিতে খেলা শেষ টেস্ট ম্যাচেও হারের মুখে পড়তে হয় ভারতীয় ক্রিকেট দলকে। এই পরাজয়ের কারণে টিম ইন্ডিয়া সিরিজ হেরেছে ১-৩ ব্যবধানে। এদিকে, ভারত এই সফরটি দুর্দান্তভাবে শুরু করেছিল এবং পার্থে খেলা প্রথম ম্যাচটি জিতেও যায়। কিন্তু তারপর থেকে দলটিকে ক্রমাগত পরাজয়ের মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জনে চাহালের পাশে নেটিজেনরা! অথচ ধনশ্রীর “চরিত্র” নিয়ে উঠল প্রশ্ন, সরগরম নেটপাড়া

এই সমগ্র সিরিজ জুড়েই ভারতের সিনিয়র ব্যাটাররা অত্যন্ত খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। রোহিত শর্মা সহ বিরাট কোহলির ব্যাট আদৌ নজর কাড়তে পারেনি। এদিকে, জসপ্রীত বুমরাহর মতো রানও করতে পারেননি রোহিত শর্মা। সামগ্রিকভাবে দেখতে গেলে, এই বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে টিম ইন্ডিয়ার বোলাররা যেভাবে পারফর্ম করেছেন ব্যাটাররা তা পারেননি। আর সেই কারণে অস্ট্রেলিয়া নিজেদের দেশের মাটিতে সহজেই এই সিরিজ জিতে নেয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর