বাংলা হান্ট ডেস্ক: ২৭ বছর বয়সী ডানহাতি পেসার বৈভব অরোরা কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ফের যোগ দিতে পেরে খুব খুশি। শুধু তাই নয়, এই বিষয়ে তিনি এবার নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন। IPL ২০২৪-এ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পরে যখন KKR তাঁকে আবার নিলামে কিনেছিল, তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। বৈভবের মতে, KKR-এর সাথে তাঁর গভীর মানসিক সংযোগ রয়েছে। পাশাপাশি, তিনি অন্য কোনও দলের হয়ে খেলতে চাননি।
KKR (Kolkata Knight Riders)-এ প্রত্যাবর্তনের পর কি জানালেন বৈভব:
বৈভব গত ৪ টি মরশুম ধরে KKR (Kolkata Knight Riders)-এর অংশ ছিলেন। তিনি ২০২৪ সালে ১০ টি ম্যাচে ১১ টি উইকেট নেন। তাঁর সুইং বোলিং ব্যাটারদের রীতিমতো চাপে ফেলেছিল। তবে, এবার তিনি শুধু নতুন বলের বোলার হয়ে থাকতে চান না। ডেথ ওভারেও নিজেকে প্রমাণ করতে চান। তিনি তাঁর ইয়র্কার এবং স্লোয়ার ডেলিভারিতেও কঠোর পরিশ্রম করেছেন। যাতে প্রতিটি পরিস্থিতিতে দলের জন্য অবদান রাখতে পারেন।
বৈভবের মতে, KKR (Kolkata Knight Riders)-এর বোলিং কোচ ভরত অরুণের নির্দেশে তিনি নিজেকে আরও ভালো বোলার হিসেবে গড়ে তুলেছেন। গত ৩ বছর ধরে প্রতি মরশুমে তাঁর সাহায্যে সুফল পাচ্ছেন বৈরভ। এবারও দলের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। জানিয়ে রাখি যে, গত মরশুমে KKR-এর জন্য বৈভব এবং হর্ষিত রানার জুটি খুব সফল ছিল। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দুজনে ভালো বন্ধু হয়ে উঠেছেন। বৈভব বলেন, “যখন কারো সাথে বোলিং পার্টনারশিপ হয়, মাঠের বাইরেও একটা অন্যরকম বন্ধন তৈরি হয়। এবার হর্ষিতকে রিটেন করাহয়েছে এবং আমি নিলামে এসেছি। তাই মনে হচ্ছে আমরা আবার একসাথে ফিরে এসেছি।”
আরও পড়ুন: সাধারণ মানুষদের সুবিধার্থে বড় পদক্ষেপ আদানি গ্রুপের! ধন্য ধন্য করছে গোটা দেশ
জানিয়ে রাখি যে, KKR (Kolkata Knight Riders) এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে। যা তাদের ওপর চাপ বাড়াবে। কিন্তু বৈভব এটা উপভোগ করছেন। তিনি বলেন, “একবার ট্রফি জেতা অনেক বড় ব্যাপার, কিন্তু আসল চ্যালেঞ্জ হল বারবার তা পুনরাবৃত্তি করা। এটি একটি ভিন্ন ধরণের চ্যালেঞ্জ এবং এটি উপভোগ করা আকর্ষণীয় হবে।”
এর পাশাপাশি বৈভব KKR (Kolkata Knight Riders)-এর অনুরাগীদের দলের সবচেয়ে বড় শক্তি বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “কলকাতার ভক্তরা আমাদের অভূতপূর্ব সমর্থন দেয়। আমরা তাঁদের হয়ে খেলি এবং তাঁদের প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব।” তাঁদের মতে, গত বছরের মতো এবারও ট্রফি জেতাই দলের প্রধান লক্ষ্য।