বলিউডের অন্যতম হেভিওয়েট অনুষ্ঠান, অমিতাভ জয়ার বিয়েতে মেনু কী ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে এই মুহূর্তে চর্চার কেন্দ্রে বচ্চন পরিবার। সৌজন্যে অভিষেক এবং ঐশ্বর্যর বিচ্ছেদ গুঞ্জন। জুনিয়র বচ্চন নাকি নিজের বিশ্বসুন্দরী স্ত্রীকে ফেলে সম্পর্কে জড়িয়েছেন অন্য নারীর সঙ্গে। তা নিয়েই চলছে কাটাছেঁড়া। তবে এবার ওই কারণে নয়, বরং অন্য একটি কারণে লাইমলাইটে উঠে এলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। প্রকাশ্যে এল তাঁর বিয়ের মেনু!

কীভাবে হয় অমিতাভ (Amitabh Bachchan) জয়ার বিয়ে

বলিউডের সবথেকে গ্র্যান্ড ওয়েডিং গুলির মধ্যে অন্যতম অমিতাভ (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের বিয়ে। আজ থেকে ৫০ বছরেরও আগে বিয়ে করেছিলেন অমিতাভ জয়া। শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্ক তৈরি হয়েছিল দুজনের মধ্যে। হঠাৎ করেই তাঁরা ঠিক করেছিলেন বিয়ে করবেন। আবার এও শোনা যায়, অমিতাভের (Amitabh Bachchan) বাবা হরিবংশ রাই বচ্চন নাকি ছেলেকে শর্ত দিয়েছিলেন, বিদেশে যেতে হলে বিয়ে করে জয়াকে সঙ্গে নিয়েই যেতে হবে।

আরো পড়ুন : দু বছর পেরিয়ে শেষমেষ থামল সফর, গুঞ্জন সত্যি করে শেষ হল জনপ্রিয় সিরিয়াল

কী খাবার ছিল মেনুতে

১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ (Amitabh Bachchan) জয়া। তাঁদের বিয়ে কিছু ছবি উপলব্ধ রয়েছে নেটদুনিয়ায়। কিন্তু জানেন কি, অমিতাভ জয়ার বিয়ের মেনু কী ছিল? অতিথি আপ্যায়নের জন্য কী খাবার দাবারের বন্দোবস্ত হয়েছিল? সম্প্রতি কউন বনেগা ক্রোড়পতি সিরিয়ালে অমিতাভ (Amitabh Bachchan) নিজেই এ বিষয়ে মুখ খোলেন।

আরো পড়ুন : ‘অশৌচ শেষ?’ সেজেগুজে কালীপুজোর উদ্বোধনে সোহিনী! নেটিজেনরা বললেন…

কী জানালেন বিগ বি

এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ (Amitabh Bachchan) জানান, তাঁদের বিয়েতে তেমন কোনো এলাহি আয়োজন হয়নি। বাড়িতে তৈরি খাবার দাবারেই অতিথিদের ভোজ দেওয়া হয়েছিল। অমিতাভের (Amitabh Bachchan) কথা শুনে প্রতিযোগী প্রশ্ন করেন, জয়া ম্যাম কিছু বলেননি? উত্তরে অমিতাভ বলেছিলেন, তাঁরা লোক দেখানো বিষয়ে নয়, বরং সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী।

Amitabh Bachchan

এর আগে কেবিসির মঞ্চে অমিতাভ জয়ার বিয়ের কার্ড এনে তাক লাগিয়ে দিয়েছিলেন আমির খান। বেইজ এবং সোনালি রঙের বিয়ের কার্ডটিতে অমিতাভের বাবা মা হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চনের তরফে একটি সুন্দর বার্তা ছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল, ১৯৭৩ এর ৩ রা জুন বম্বে তে বসেছিল অমিতাভ জয়ার বিয়ের আসর।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর