বাংলাহান্ট ডেস্ক: টলিউডের সবথেকে হিট জুটিদের একটা তালিকা বানাতে বসলে জিৎ (Jeet) আর কোয়েল মল্লিকের (Koel Mullick) নাম আসবে না তা কি হতে পারে? একজন ইন্ডাস্ট্রির তারকা সন্তান আর অপরজন বিনোদন জগতের সঙ্গে কোনো যোগসূত্র না থাকা সত্ত্বেও এই ইন্ডাস্ট্রিরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। দুজনেই কিন্তু নিজের যোগ্যতায় জায়গা করেছেন টলিউডে। উপরন্তু কোয়েল অভিনয়ে ডেবিউও করেন জিতের সিনেমাতেই।
‘সাথী’ ছবির হাত ধরে অভিষেক হওয়ার কথা থাকলেও বেঁকে বসেছিলেন রঞ্জিত মল্লিক। ফলতঃ ‘নাটের গুরু’ই কোয়েলের প্রথম ছবি হয়ে দাঁড়ায়। সেখানেও নায়ক ছিলেন জিৎ। তারপর থেকে একাধিক ছবিতে জিৎ কোয়েল জুটির রসায়ন দেখেছেন দর্শকরা। শুভদৃষ্টি, বন্ধন, সাত পাকে বাঁধা, ১০০% লাভ এর মতো ছবি আজও জনপ্রিয় হয়ে রয়েছে।
একসঙ্গে কাজ করার সুবাদে খুবই ভাল বন্ধু হয়ে উঠেছিলেন জিৎ কোয়েল। তাঁদের অনস্ক্রিন রসায়নের প্রভাব স্পষ্ট ছিল অফস্ক্রিনেও, যার জেরে কানাঘুঁষো ছড়িয়েছিল টলিপাড়ার অন্দরে। জুটির মধ্যে কি বন্ধুত্বের থেকেও বেশি কিছু ছিল? একই প্রশ্ন উঠেছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মনেও।
আসলে সে সময়ে জিৎ স্বস্তিকার সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। কিন্তু কোয়েলের সঙ্গে অভিনেতার ঘনিষ্ঠতা মনে সন্দেহ জাগায় স্বস্তিকার। শোনা যায়, তিনি নাকি ভেবেছিলেন যে জিতের সঙ্গে হয়তো কোয়েলের বিয়েও হতে পারে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এও শোনা যায়, কোয়েলের জন্যই নাকি আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা।
কিন্তু বাস্তবটা ছিল একেবারেই অন্য রকম। জিতের সঙ্গে কোয়েলের শুধুই ভাল বন্ধুত্ব ছিল এবং এখনো আছে। কোয়েল এমন একজন অভিনেত্রী যাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কোনোদিন কোনো কলঙ্কের দাগ লাগতে পারেনি। প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে প্রেম করে তাঁকেই বিয়ে করেন কোয়েল। অন্যদিকে পরিবারের কথা মতো মোহনা রতলানিকে বিয়ে করে সংসার করছেন জিৎ।