বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি এখন সংবাদ শিরোনামে। হাসিনা সরকারের পতনের পর একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল এই বাড়ি। তারপর ফের ছয় মাসের মাথায় চর্চায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত এই বাড়ি। যদিও বুধবারের পর থেকে আর কয়েকটি মাত্র ইট, রডই অবশিষ্ট রয়েছে সেখানে। তাও অবাধ লুঠতরাজে যায় যায় অবস্থা। এর মাঝেই নতুন দাবি, ‘আয়নাঘর’ রয়েছে বঙ্গবন্ধুর এই বাড়ির মধ্যেই!
বাংলাদেশে (Bangladesh) বঙ্গবন্ধুর বাড়িতে গোপন বেসমেন্ট
রবিবার ধানমন্ডির এই ৩২ নম্বর বাড়ির নীচে একটি বেসমেন্টের হদিশ মেলে। সেখানে আবার জল জমা রয়েছে। এরপরেই দাবি ওঠে, সেখানেই রয়েছে বিতর্কিত ‘আয়নাঘর’। ব্যস, খবর চাউর হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বেসমেন্ট থেকে জল বের করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ওই বেসমেন্ট বা মাটির নীচের কামরায় আয়নাঘর তো দূর, কিছুই পাওয়া যায়নি।
কী এই আয়নাঘর: কী এই আয়নাঘর যা নিয়ে এত বিতর্ক? আসলে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পরেই বাংলাদেশে (Bangladesh) আয়নাঘরের অস্তিত্বের কথা বলা হয়েছিল। দাবি করা হয়েছিল, এই আয়নাঘর আসলে গোপন বন্দিশালা। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই কোনো বিচার না করেই বন্দি করা হত এই আয়নাঘরে। ‘গুম’ করা হত তাদের। এমনকি অন্তর্বর্তী সরকারও স্বীকার করেছে এই আয়নাঘরের অস্তিত্ব।
আরো পড়ুন : বিয়ে পর্বে বেড়েছে TRP, এবার জোড়া ভিলেনের চমক দিয়ে “বেঙ্গল টপার” এর দৌড়ে ‘কথা’!
বঙ্গবন্ধুর বাড়ি ঘিরে বিতর্ক: একপক্ষের তরফে কানাঘুষো শোনা যাচ্ছে, বঙ্গবন্ধুর এই বাড়িতেই রয়েছে সেই আয়নাঘর। এমনি দাবি উঠতে শুরু করেছে। অপরপক্ষের দাবি আবার বঙ্গবন্ধুর (Bangladesh) স্মৃতিবিজড়িত বাড়িটি বর্তমান প্রশাসন রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই পরিবর্তে এসব ভুয়ো গল্প ফাঁদা হচ্ছে।
আরো পড়ুন : হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতালে “লড়ছেন” রুক্মিণী! হঠাৎ কী হল ‘বিনোদিনী’র?
এদিকে ধানমন্ডির এই বাড়িটি এখন কার্যত একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে, তবে সম্পূর্ণ অন্য কারণে। রবিবারেও এই বাড়ি থেকে ইট, রড নিয়ে যেতে দেখা গিয়েছে অনেককে। সেসব নিয়ে যাওয়ার জন্য রীতিমতো রিকশা, ভ্যান ভাড়া করে আনা হয়েছে। অন্যদিকে দমকল বাহিনীর বেসমেন্ট থেকে জল বের করা দেখতেও জমেছে ভিড়। আবার এই সুযোগে ছোলা, পাঁপড়, ঝালমুড়ি, আইসক্রিমের ভ্রাম্যমাণ দোকানও জুটে গিয়েছে সেখানে।