বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বিষয়ে ক্রিকেট অনুরাগীরা রীতিমতো উত্তেজিত হয়ে রয়েছেন। এই সিরিজের প্রথম টেস্টের আগে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পার্থে অনুশীলন করছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। সিরিজের প্রথম ম্যাচটি হবে পার্থের অপটাস স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ভারতীয় দল।
ভারতীয় দলের (India National Cricket Team) অধিনায়ক বুমরাহ:
এদিকে, ম্যাচের একদিন আগে অর্থাৎ ২১ নভেম্বর ভারত (India National Cricket Team) ও অস্ট্রেলিয়া উভয় দলের অধিনায়করা একটি প্রেস কনফারেন্স করেন। যেখানে তাঁরা একাধিক বড় তথ্য উপস্থাপিত করেছেন। সিরিজের প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরাহ। জানিয়ে রাখি যে, রোহিত শর্মা সম্প্রতি দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। যার কারণে তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছননি।
‘Ash ki Baat’ HINDI Dosthon, who were the Hot Indian spinners of our mock auctions? E1 of ‘Top 25 Costliest Buys’ of our mock auction is here. Premiers at 11. HINDI SHOW.https://t.co/ZpgzZEG71h pic.twitter.com/QXGZAa9Kup
— Winning Bid: The Ultimate Auction Show (@crikipidea) November 17, 2024
কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন: ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন সম্পর্কে কথা বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে জসপ্রীত বুমরাহ হাসিমুখে উত্তর দিয়েছিলেন যে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নির্ধারণ হয়ে গেছে। তবে, আগামীকাল অর্থাৎ ২২ নভেম্বর ম্যাচের দিন তিনি সেটি প্রকাশ করবেন। টিম ইন্ডিয়ার কিছু তারকা খেলোয়াড় সিরিজের প্রথম ম্যাচটি মিস করবেন। যার মধ্যে রোহিত শর্মা ছাড়াও রয়েছে শুভমান গিলের নামও। যদিও বুমরাহ এই বিষয়ে কোনও নির্দিষ্ট আপডেট দেননি।
আরও পড়ুন: আর নেই রক্ষে? ২,০০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে আদানির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে কিছু খেলোয়াড় ডেবিউ করতেও পারেন। সেই খেলোয়াড়দের মধ্যে নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানার নাম থাকতে পারে। বুমরাহ প্রেস কনফারেন্সে বলেছিলেন যে, তিনি চান টিম ইন্ডিয়ার তরুণ খেলোয়াড়রা এই সিরিজে বড় দায়িত্ব গ্রহণ করুন। বুমরাহ আরও বলেছিলেন, তিনি জানতেন না যে তিনি এই সিরিজের প্রথম ম্যাচে অধিনায়কত্ব করবেন। তবে অস্ট্রেলিয়ায় আসার পরে, টিম ম্যানেজমেন্ট এবং কোচ তাঁকে বলেছিলেন যে, রোহিত শর্মা প্রথম ম্যাচটি মিস করবেন। এমন পরিস্থিতিতে, তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ফাইনালে পাত্তা পেলনা চিন! এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতে বাজিমাত ভারতের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, দেবদত্ত পাডিকাল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ এবং হর্ষিত রানা।