বাংলাহান্ট ডেস্ক : নতুন করে ক্ষমতায় আসতে না আসতেই গোটা বিশ্বে ‘শুল্ক যুদ্ধ’ লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চিন, ব্রিটেন, ভিয়েতনাম, কানাডা সহ একাধিক দেশের উপরে শুল্কের বোঝা চাপিয়েছেন তিনি। এমনকি মুখে ‘বন্ধু’ বললেও ভারতকেও কিন্তু ছাড় দেননি ট্রাম্প। আমেরিকার এই ‘দাদাগিরি’তে ক্ষোভে ফুটছে বিভিন্ন দেশগুলি। কানাডা, অস্ট্রেলিয়া থেকে চিন, একাধিক দেশের রাষ্ট্রনেতারা নরমে গরমে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকাকে। মুখ খুলেছে ভারতের বাণিজ্য মন্ত্রকও। এই নয়া শুল্ক নীতির জেরে কী প্রভাব পড়তে চলেছে ভারতে?
ট্রাম্পের (Donald Trump) নয়া শুল্ক নীতিতে কী প্রভাব ভারতে
নয়া দিল্লির উপরে ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, “ভারতে শুল্কের পরিমাণ খুবই বেশি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুবই ভালো বন্ধু। সম্প্রতি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন তিনি। আমি তখন তাঁকে বলেছিলাম, শুল্কের বিষয়ে আপনারা আমেরিকার সঙ্গে ঠিক বিচার করছেন না। ভারত আমেরিকার থেকে ৫২ শতাংশ শুল্ক নেয়। কিন্তু আমরা ছাড় দিয়ে তার অর্ধেক মানে ২৬ শতাংশ শুল্ক চাপাচ্ছি”। এ বিষয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছেন বাণিজ্য মন্ত্রকের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।
প্রতিক্রিয়া বাণিজ্য মন্ত্রকের: সূত্রের খবর, ওই আধিকারিক বলেছেন, ভারত থেকে যে পণ্যগুলি আমেরিকায় রপ্তানি হয় সেগুলির উপর ১০ শতাংশ করে শুল্ক চালু হয়ে যাচ্ছে ৫ ই এপ্রিল থেকে। আর বাকি ১৬ শতাংশ শুল্ক (Donald Trump) চালু হবে ১০ ই এপ্রিল থেকে। তবে ওই আধিকারিকের দাবি, এতে ভারতের উপরে যে খুব খারাপ প্রভাব পড়বে এমনটা নয়। আবার খুব ভালোও হবে, সেটাও নয়- মেলানো মেশানো। যদিও এই নয়া শুল্ক নীতিতে বাণিজ্যে কী কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা পর্যালোচনা করছে বাণিজ্য মন্ত্রক।
আরো পড়ুন : ধরে রাখতে পারলেন না, দায়িত্ব পেতে না পেতেই তিন মাসের মধ্যে ট্রাম্পের সরকার ছাড়ছেন মাস্ক!
কোন দেশের উপরে কত শুল্ক: প্রসঙ্গত, বুধবার গভীর রাতে নতুন শুল্কের তালিকা ঘোষণা করেন ট্রাম্প (Donald Trump)। চিনের উপরে ৩৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপরে ২৫ শতাংশ, জাপানের উপরে ২৪ শতাংশ, থাইল্যান্ডের উপরে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের উপরে ৩১ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপরে ২০ শতাংশ, ব্রিটেনের উপরে ১০ শতাংশ এবং ভিয়েতনামের উপরে ৪৬ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি। ট্রাম্প (Donald Trump) আরো বলেন, এই দেশগুলি যে পরিমাণ শুল্ক চাপায় এটা তার অর্ধেক।
আরো পড়ুন : কাটছেই না শনির দশা, বক্স অফিসে ফ্লপ ‘সিকন্দর’, এর মাঝেই উঠল সলমনের ছবি বয়কটের ডাক
এদিকে নতুন শুল্কের হার ঘোষণা হতেই আমেরিকার বিরুদ্ধে গলা চড়িয়েছে চিন, অস্ট্রেলিয়া, কানাডার সরকার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি হুঙ্কার দিয়ে বলেন, লড়াই করার জন্য তাঁরা প্রস্তুত। ট্রাম্পের শুল্ক যুদ্ধের জন্য বিশ্ব বাণিজ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হতে চলেছে। এর জেরে কানাডার বহু নাগরিক বিপদে পড়বে। তার পালটা কানাডা দেবে। চিনের বাণিজ্য মন্ত্রক হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে এই শুল্ক বাতিল করতে হবে। নয়তো বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন প্রভাবিত হবে। অন্যদিকে আমেরিকার ‘মিত্র’ দেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাণিজ্য যুদ্ধ এড়াতে অন্য চুক্তির প্রস্তাব দিয়েছেন। অন্যথায় পশ্চিমী দেশগুলির অর্থনীতিতে বড় প্রভাব পড়বে।