বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ছোটপর্দার যা পরিস্থিতি তাতে দর্শকদের ভালোবাসা পাওয়া যথেষ্ট কঠিন, আরো কঠিন হল সেই ভালোবাসা ধরে রাখা। যেকোনো ধারাবাহিকের (Serial) ক্ষেত্রেই প্রতিটি পর্বে নতুন আকর্ষণ নিয়ে আসা যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয়। এমতাবস্থায় যে সিরিয়ালগুলি ভালো টিআরপি তুলছে, লম্বা সময় ধরে চলছে, সেই ধারাবাহিক গুলি (Serial) আক্ষরিক অর্থেই প্রশংসার যোগ্য।
তিন বছর পূর্ণ করেছে সিরিয়াল (Serial)
বর্তমানে মেগা সিরিয়ালের ট্রেন্ড বদল হলেও এখনো কিছু কিছু ব্যতিক্রমী সিরিয়াল (Serial) রয়েছে যেগুলি আগের মতোই লম্বা সময় ধরে চলছে। স্টার জলসার প্রসঙ্গ উঠলে এক্ষেত্রে সবার আগে যে সিরিয়ালের (Serial) নাম সামনে আসে তা হল ‘অনুরাগের ছোঁয়া’। ইতি মধ্যেই তিন বছর পূর্ণ করে ফেলেছে সিরিয়ালটি। ১০০০ পর্বও ছুঁয়ে ফেলেছে সম্প্রতি।
কী রয়েছে ভবিষ্যতে: তবে এর মাঝেই সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে দর্শক মহলে। এর আগে শোনা গিয়েছিল, ১০০০ পর্ব পূর্ণ হলেই শেষ হয়ে যাবে অনুরাগের ছোঁয়া। উপরন্তু এখন আবার জানা গিয়েছে, বড়পর্দায় পা রাখতে চলেছেন সূর্য ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। জুন মাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং। তিনি ছবির শুট শুরু করলে তবে কি শেষ হয়ে যাবে অনুরাগের ছোঁয়া (Serial)? নাকি তাঁকে ছাড়াই এগোবে সিরিয়াল?
আরো পড়ুন : ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি! ইউনূসের বিরোধিতায় বাংলাদেশের রাজপথ দখল করে প্রতিবাদ শ্রমিকদের
মুখ খুললেন নায়ক: সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন দিব্যজ্যোতি। সিরিয়াল (Serial) শেষের গুঞ্জন উড়িয়ে তিনি বলেন, গল্পের নতুন মোড়ে আরো চমক অপেক্ষা করে রয়েছে। দর্শকদের ভালোবাসায় এই বছরটাও কাটিয়ে দেওয়া নিয়েই আত্মবিশ্বাসী অভিনেতা। বর্তমানে এটিই সবথেকে পুরনো সিরিয়াল (Serial) যা এখনো চলছে।
আরো পড়ুন: “আঁকড়ে ধরে রাখার তাগিদটা…”, আদৃতের বুকে মুখ গুঁজে ‘বিশেষ’ অনুরাগী! কৌশাম্বীর কম্পিটিশন বাড়ল?
এই মুহূর্তে সিরিয়ালে দেখানো হচ্ছে, গল্প অনেক বছর এগিয়ে গিয়েছে। কিন্তু সূর্য দীপার ২০ বছরের বিবাহ বার্ষিকীতে ফের ঝড় উঠবে তাদের জীবনে। সোনা রূপা দুই বোনেরই পছন্দ হবে কৃষ্ণকে। ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে গল্প কোনদিকে এগোয় সেটাই দেখার অপেক্ষা।