বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) কাউন্টডাউন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই টুর্নামেন্টের জন্য। এবারে ICC-র এই টুর্নামেন্টের আয়োজক দেশ হল পাকিস্তান। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করতে চলেছে। যার মধ্যে টিম ইন্ডিয়াকে এই টুর্নামেন্টে অত্যন্ত শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচিত করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) কেমন হবে টিম ইন্ডিয়ার (Team India) প্লেয়িং ইলেভেন?
এদিকে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) অভিযান শুরু হবে রোহিত বাহিনীর। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তারপরে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
এমন পরিস্থিতিতে, এই টুর্নামেন্টে (ICC Champions Trophy) স্বাভাবিকভাবে টিম ইন্ডিয়া তার দুর্দান্ত দল নিয়ে মাঠে নামার কথা ভাবছে। ঠিক এই আবহেই ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ৩ ম্যাচের ODI সিরিজে ইংল্যান্ডকে ক্লিন সুইপ করে আলোড়ন সৃষ্টি করেছে ভারত। এরপরে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন জানিয়েছেন যে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা আবার রান করতে শুরু করেছেন। এটি ভারতের জন্য সুখবরের চেয়ে কম নয়। পাশাপাশি শুভমান গিল ও শ্রেয়স আইয়ারও দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন।
আরও পড়ুন: এবার পূরণ হবে নিজের বাড়ি কেনার স্বপ্ন! গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার SBI-র, জানলে হবেন খুশি
অন্যদিকে কেএল রাহুল মিডল অর্ডারকে ভালোভাবে সামলেছেন। তবে পিটারসেন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) প্লেয়িং-১১ থেকে হর্ষিত রানাকে বাইরে রেখেছেন। তিনি ফাস্ট বোলার হিসেবে অর্শশদীপ সিংকে বেছে নিয়েছেন। আর বরুণ চক্রবর্তীর জায়গায় একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও তিনি ফাস্ট বোলার হিসেবে দলে মোহাম্মদ শামি, এবং হার্দিককে অন্তর্ভুক্ত করেছেন। যেখানে স্পিনার হিসেবে তাঁর পছন্দ রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল।
আরও পড়ুন: কলকাতার এই এলাকা থেকেই “ফান্ডিং” পাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল STF
কেভিন পিটারসেনের দ্বারা নির্বাচিত ভারতীয় প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব।