বন্ধ হতে চলেছে হোয়াটস অ্যাপ, জেনে নিন বিস্তারিত ভাবে

বর্তমানে যোগাযোগ মাধ্যম হিসেব সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটস অ্যাপ (whats app) । প্রথমে স্বাতন্ত্র ভাবে বাজারে আসলেও এর বিপুল জনপ্রিয়তার দ্বরুন পরবর্তিতে ফেসবুক এটিকে কিনে নেয়। তবে বেশকিছুদিন আগে থেকেই এই সংস্থা ঘোষণা করে যে বেশ কয়েকটি ফোনে বন্ধ হয়ে যেতে চলেছে এই হোয়াটস অ্যাপ। জানানো হয়েছিল যে , ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে আইওএস ৮ অথবা তার পুরোনো অপারেটিং সিস্টেমের আইফোনে হোয়াটস অ্যাপ ব্যবহার বন্ধ হবে। এছাড়া আন্ড্রয়েড ২.৩.৭ অথবা তার পুরোনো সিস্টেমের ফোনে হোয়াটস অ্যাপ চলবে না ।

এই ঘটোনার সাথে সমস্যার সম্মুখীন হয়েছেন বহু কোটি গ্রাহক। কেবল ব্যক্তিগত কারনেই নয়, বহু ব্যবসাহিক যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে দারীয়েছে হোয়াটস অ্যাপ। তাই তা বন্ধ হয়ে গেলে হারিয়ে যাবে বহু গুরুত্বপূর্ণ চ্যাট। এই ঘোষণা চাঞ্চল্য সৃষ্টি করেছে বিশ্বব্যাপী মানুষের মধ্যে।

যে কোনো মূহুর্তে বন্ধ হতে পারে হোয়াটস অ্যাপ, তাই ব্যাক আপ নিয়ে রাখা যথেষ্ঠ গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে।

ব্যাক আপ নেবেন কিভাবে ?

হোয়াটস অ্যাপ ওপেন করলেই তার ঠিক ওপরে দেখতে পাওয়া যায় তিনটি ডট। তাতে ক্লিক করলেই চলে আসবে মোর নামক একটি অপশন। সেখানে এক্সপোর্ট চ্যাটে ক্লিক করলে সমস্ত চ্যাটকে ব্যাক আপ নেওয়া যাবে। তবে তার আগে দেখে নিতে হবে যে আপনি চ্যাট গুলি কোথায় রাখতে চান? যথা ফোনের কোনো নির্দিষ্ট স্থানে নাকি নিজস্ব ই মেলে। হোয়াটস অ্যাপ এবং বহু অন্যান্য অ্যাপ ব্যাবহারের জন্য ব্যবহারকারীকে আন্ড্রয়েড ৪.০.৩ এবং আইওএস ৯ ব্যাবহার ক্রতে বলা হচ্ছে। তাতে গ্রাহকদের ক্ষেত্রে এই সমস্ত অ্যাপ ব্যাবহার খুব ই সহজ হয়ে উঠবে।

সম্পর্কিত খবর