OMG! WhatsApp Chat নাকি বিয়ের মেনু কার্ড! মুহুর্তেই ভাইরাল সেই প্রীতিভোজের তালিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : স্মার্টফোনের যুগে আজকাল সবাই ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়। বিখ্যাত ম্যাসেঞ্জিং অ্যাপ WhatsApp ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তবে এবার বিয়ের মেনুতেও লাগল প্রযুক্তির ছোঁয়া। WhatsApp চ্যাটের ভঙ্গিমায় বিয়ের মেনু কার্ড এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মেনু কার্ডেই (Menu Card) চমক

বোলপুরের (Bolpur) পারুলডাঙা এলাকার বাসিন্দা শুভশ্রী রায়ের সাথে কলকাতার (Kolkata) বাসিন্দা সৌমজ্যোতি রায়ের শুভ বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ২৭ নভেম্বর। সেই বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানের মেনু কার্ড তৈরি করা হয় WhatsApp চ্যাটের আদলে। মেনু কার্ডের শুরুতেই লেখা রয়েছে,  ‘শুভশ্রী ও সৌমজ্যোতির-র প্রীতিভোজে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ।’

marriage

তারসাথে লেখা,‘ভাল করে খাবেন কিন্তু।’ তারপর চ্যাটে উত্তর দেওয়ার ভঙ্গিতে লেখা, ‘অবশ্যই।’ এরপর উৎসাহের সাথে জিজ্ঞাসা করা হয়, ‘আচ্ছা, মেনু কী কী করলেন!’ তারপর দেওয়া হয় মেনুর তালিকা। এমনকি মেনু লিস্ট শেষে ক্যাটারার সংস্থার নাম ও ঠিকানাও লেখা হয়েছে চ্যাটিংয়ের ভঙ্গিতে। মেনু কার্ডের (Menu Card) শেষে মেয়ে ও জামাইকে আশীর্বাদ করার কথাও জানানো হয়েছে এই পদ্ধতিতে।

আরোও পড়ুন : চন্দ্রিমার প্রস্তাব সমর্থন শুভেন্দুর! বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যা বললেন … জোর শোরগোল!

এমন অভিনব ভাবনা-চিন্তার পিছনে থাকা ক্যাটারার সংস্থার কর্ণধার মনোজ রক্ষিত জানান, “আগের থেকে এখনকার বিয়ের আয়োজনে বিস্তর ফারাক এসেছে। অনেকেই বিয়ের সাজ, খাওয়ার মেনু, মণ্ডপ, আলোয় অভিনবত্ব আনতে চাইছেন। সেখান থেকেই এমন ভাবনার সূত্রপাত। এই কাজটি করার পরে বহুজনের কাছে প্রশংসা পেয়েছি। আগামীতে আরও নিত্য নতুন ভাবনা রয়েছে আমাদের।”

Menu Card

এহেন অভিনব মেনু কার্ড (Menu Card) দেখে খুবই খুশি অনুষ্ঠানে আগত অতিথিরা। পাত্রী শুভশ্রী রায়ের জামাইবাবু অরূপ ভট্টাচার্য বলেন,  “প্রথমে আমরা ব্যাপারটা ভাবতে পারিনি। গতানুগতিক বিয়ের মেনু কার্ডের ভাবনা আমাদের ছিল। কিন্তু ক্যাটারিং সংস্কার তরফে জানানো হয় একটু অভিনব করলে ক্ষতি কি! আমরাও ভেবে দেখলাম একটু অভিনব করলে তা মানুষের স্মরণীয় হয়ে থাকবে। তাই হয়েছে।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X