রেল ভ্রমণকে আরো সহজ ও আরামদায়ক করতে সদা তৎপর ভারতীয় রেল (indian railway)। যুগের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেলেও আসছে একের পর এক পরিবর্তন। এবার রেল যাত্রার যাবতীয় তথ্য পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই। এমনই রেলোফাই (Railofy) নামের মুম্বইয়ের একটি অ্যাপ এনেছে এমনই সুবিধা।
পিএনআর স্টেটাস জানতে ভরসা ছিল হেল্পলাইন নম্বর ১৩৯। যার ফলে ট্রেনের পিএনআর স্টেটাস এবং অন্যান্য আপডেট পাওয়া খুব সহজ ছিল না। তবে এবার তা ‘জলবৎ তরলং’ করার উদ্যোগ নিয়েছে মুম্বই-এর ‘রেলোফাই’। এবার থেকে হোয়াটসঅ্যাপেই মিলবে ট্রেনের পিএনআর স্ট্যাটাস সহ যাবতীয় তথ্য । জানা যাবে ট্রেনের লাইভ লোকেশনও।
কি করতে হবে? এর জন্য আপনার প্রয়োজন একটি আপডেটেড হোয়াটসঅ্যাপ। এর পর আপনার মোবাইলে সেভ করুন রেলোফাই-এর এনকোয়ারি নম্বর ‘৯১-৯৮৮১১৯৩৩২২’। এই নম্বরে যাত্রীদের পিএনআর নম্বরটি হোয়াটসঅ্যাপ করতে হবে। এরপরে ঐ ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে।
প্রসঙ্গত, এবার আরো একটি আধুনিক প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভারতীয় রেলে। ভারতের সবচেয়ে দ্রুতগতির দোতলা ট্রেন ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কপুরথালা রেল কোট ফ্যাক্টরিতে তৈরি এই মাঝারি মানের গতিসম্পন্ন ডবল ডেকার ট্রেনটি চলবে দেশের ব্যস্ততম রুটগুলিতে।
এখনো পর্যন্ত ভারতীয় রেলের কোনো কোচে সর্বোচ্চ সংখ্যক যাত্রী ধারন ক্ষমতা রয়েছে এই ট্রেনে। ট্রেনটিতে ১২০ জন যাত্রী প্রতি কোচে বসতে পারবেন। এর গতিও নেহাত কম নয়, প্রতি ঘন্টায় ১৬০ কিমি গতিবেগে চলবে এই ট্রেন। স্টেট অফ দ্য আর্ট এয়ার স্প্রিং সাসপেনশন থাকায় চূড়ান্ত গতিতে চলার সময়ও কোনোরকম ঝাঁকুনি অনুভব করবেন না যাত্রীরা। একই সাথে থাকছে আনুষঙ্গিক সমস্ত আধুনিক সুবিধাও।