বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। সেখান থেকে যে খাদ্যসামগ্রী পাওয়া যায়, তা দিয়ে দু’বেলা দু’মুঠো খাবার খান অনেকে। এবার এই রেশন ব্যবস্থা নিয়েই সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে, রেশন কার্ডে চাল-গম দেওয়ার নিয়মে (Ration Card Rules) পরিবর্তন এনেছে সরকার। ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নয়া নিয়ম!
রেশনে কমল চালের পরিমাণ! গম কত মিলবে (Ration Card Rules)?
ভারতবর্ষে এখনও এমন অনেক পরিবার রয়েছে যারা দু’বেলার খাবার জোটাতে হিমশিম খায়। রেশন ব্যবস্থার মাধ্যমে তাঁদের মুখে খাবার তুলে দেয় সরকার। এই জন্য সরকারের তরফ থেকে রেশন কার্ড (Ration Card) ইস্যু করা হয়। সেই কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে রেশন দোকান থেকে নির্দিষ্ট খাদ্যসামগ্রী মেলে। তবে গত ১ নভেম্বর থেকে চাল এবং গমের নয়া নিয়ম কার্যকর করেছে সরকার।
আগে রেশন কার্ডে বিভিন্ন পরিমাণ সামগ্রী মিলত। চাল দেওয়া হতো ৩ কেজি এবং গম ২ কেজি। তবে এবার সেই নিয়মে সরকার বদল এনেছে বলে খবর। এবার থেকে সমপরিমাণ চাল এবং গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রিপোর্ট বলছে, এবার থেকে রেশন কার্ডধারীদের ২.৫ চাল এবং ২.৫ কেজি গম দেওয়া হবে। অর্থাৎ চালের পরিমাণ ৫০০ গ্রাম কমানো হয়েছে ও গমের পরিমাণ সমপরিমাণ বৃদ্ধি করেছে সরকার। সম্প্রতি উত্তরপ্রদেশে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ কিঞ্জলের শ্বশুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! আরজি কর কাণ্ডের আবহেই তোলপাড়
এখানেই শেষ নয়! অন্ত্যোদয় কার্ডে (Antyodaya Card) ৩৫ কেজি খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রেও সরকার বদল এনেছে বলে জানা যাচ্ছে। অন্ত্যোদয় কার্ডে আগে ৩০ কেজি চাল এবং ১৪ কেজি গম প্রদান করা হতো। তবে এবার থেকে ১৮ কেজি চাল ও ১৭ কেজি গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রেশন কার্ডের ই-কেওয়াইসিও বাধ্যতামূলক করেছে সরকার (Ration Card Rules)। আগামী ৩১ ডিসেম্বর অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে যারা এই কাজ করবেন না, তাঁদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে বলে খবর।