‘শাহরুখ আমার পা চাটছে আর…’, কিং খানের নামে কুকুরের নাম! সমস্ত সীমা ছাড়ান আমির

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে শুধু যে নায়িকাদের মধ্যেই পেশাগত শত্রুতা রয়েছে এমনটা ভাবলে কিন্তু বড় ভুল করবেন। নায়করাও কম যান না কোনো দিক দিয়েই। ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়কদের মধ্যে কুৎসিত বিবাদ বারে বারে জায়গা করে নিয়েছে পেজ থ্রিতে। তবে সমস্ত সীমা ছাপিয়ে গিয়েছিলেন আমির খান (Aamir Khan)। নিজের কুকুরের নাম ‘শাহরুখ’ রেখে চরম বিতর্ক তৈরি করেছিলেন তিনি।

শাহরুখের সঙ্গে শত্রুতা করেন আমির (Aamir Khan)

বলিউডের তিন পাকাপোক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে রয়েছেন তিন খান শাহরুখ, সলমন এবং আমির (Aamir Khan)। কিন্তু এঁদের মধ্যেও একসময় কম রেষারেষি ছিল না। বিশেষ করে শাহরুখের সঙ্গে আমিরের মন কষাকষির বিষয়ে সকলেই কমবেশি অবগত ছিলেন। কিন্তু পরিস্থিতি আরো তিক্ত হয় যখন শাহরুখের সঙ্গে নিজের কুকুরের তুলনা করে বসেন আমির (Aamir Khan)।

When aamir khan named his dog after shahrukh

কী বলেছিলেন অভিনেতা: কী ঘটেছিল ঘটনাটা? বিতর্কের সূত্রপাত হয় আমিরের (Aamir Khan) একটি ব্লগের মাধ্যমে। নিজেদের পারিবারিক বাগানবাড়িতে সময় কাটানোর অভিজ্ঞতা লিখেছিলেন তিনি সেই ব্লগে। কিন্তু তার মধ্যে কিছু লাইন নিয়েই হয় যত কেলেঙ্কারি। আমির (Aamir Khan) লিখেছিলেন, ‘আমি একটি গাছের তলায় বসে আছি। উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০০ ফিট উপরে। আম্মি, ইরা আর জুনেইদের সঙ্গে আমাদের প্রিয় বোর্ড গেম খেলছি। শাহরুখ আমার পা চাটছে আর আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। আর বেশি কি চাই?’

আরো পড়ুন : দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২৬/১১-র হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা

তুঙ্গে ওঠে বিতর্ক: আমিরের (Aamir Khan) এই ব্লগ নিয়েই শুরু হয় শোরগোল। নিজের কুকুরের নাম শাহরুখের নামে রাখার তীব্র সমালোচনা, ধিক্কারের মুখে পড়েন তিনি। সে সময় আমির (Aamir Khan) বলেছিলেন, সারমেয়টির যারা দেখভাল করেন তারা নাকি শাহরুখের বড় ফ্যান। তাই সারমেয়টির নাম অভিনেতার নামে রেখেছেন।

আরো পড়ুন : নুসরত অধ্যায়ের চির সমাপ্তি, নতুন বছরেই সৌরসেনীকে জড়িয়ে প্রেমে শিলমোহর নিখিলের!

কিন্তু স্বাভাবিক ভাবেই আমিরের এহেন বক্তব্য ভালো ভাবে নেননি কেউই। এ বিষয়ে শাহরুখকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তাঁর ছেলেমেয়েরা শাহরুখের বড় ভক্ত ছিল। কিন্তু তাঁর এই মন্তব্যের পর থেকে আর নেই। এরপরে অবশ্য আমির ক্ষমা চেয়ে নিয়েছিলেন কিং খানের কাছ থেকে। জানিয়েছিলেন, তাঁর কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। বর্তমানে দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর