আরাধ্যার জন্যই সবকিছু, ঐশ্বর্যকে ‘অসাধারণ মা’ বললেন অভিষেক, বরফ কি তবে গলছে?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে কান পাতলেই এখন শোনা যাচ্ছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্সের গুঞ্জন। বিগত কয়েক মাস ধরেই অব্যাহত রয়েছে তাঁদের সংসার ভাঙার জল্পনা। কখনো শোনা যাচ্ছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নাকি আলাদা হয়ে যাচ্ছেন অভিষেক (Abhishek Bachchan) ঐশ্বর্য। আবার কখনো তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে আসছে নিমরত কউরের। এই টানাপোড়েনের মাঝেই ১৬ ই নভেম্বর ছিল অভিষেক ঐশ্বর্যর একমাত্র কন্যা আরাধ্যা বচ্চনের জন্মদিন।

আরাধ্যা এবং ঐশ্বর্যর ভূয়সী প্রশংসা অভিষেকের (Abhishek Bachchan)

১২ বছরে পা দিল আরাধ্যা। ছোট থেকেই বাবা মায়ের নয়নের মণি সে। বিশেষ করে ঐশ্বর্যকে কখনোই কাছ ছাড়া করতে দেখা যায় না মেয়েকে। সাম্প্রতিক সময়ে লুক বদলে বেশ নজর কাড়তে শুরু করেছে আরাধ্যা। উপরন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই মন্তব্য করছেন, আরাধ্যাই তার মায়ের সবথেকে বড় অবলম্বন হয়ে উঠেছে। তবে একবার কন্যা এবং স্ত্রী দুজনের প্রশংসাতেই পঞ্চমুখ হয়েছিলেন অভিষেক (Abhishek Bachchan)।

When Abhishek Bachchan praised aishwarya

আরাধ্যাকে কেন্দ্র করেই সবকিছু: চলতি বছরের শুরুর দিকেই এক সাক্ষাৎকারে অভিষেক (Abhishek Bachchan) বলেছিলেন, নিজের জন্মদিনে তিনি কাজ করে কাটাতেই পছন্দ করে। এছাড়া নিজের পরিবারের সঙ্গে এদিন কাটান তিনি। মেয়ে আরাধ্যা তাঁদের জগতের মধ্যমণি বলে মন্তব্য করেছিলেন অভিষেক। পাশাপাশি। ঐশ্বর্যকেও একজন ‘অসাধারণ মা’ বলে প্রশংসা করতে শোনা গিয়েছিল অভিনেতাকে।

আরো পড়ুন : মোদী ম্যাজিক! এই দেশে প্রথম সফর করেই মন জিতলেন প্রধানমন্ত্রী, “বন্দে মাতরম”-এ জানানো হল স্বাগত

ঐশ্বর্যকে নিয়ে একথা বলেছিলেন অভিষেক: অভিষেকের (Abhishek Bachchan) কথায়, ‘পিতৃত্ব আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছে। একটি শিশুকে পৃথিবীতে আনলে অন্য সব প্রাধান্য বদলে যায়’। এর আগেও অবশ্য ঐশ্বর্যর আত্মত্যাগের কথা বলতে শোনা গিয়েছে অভিষেককে (Abhishek Bachchan)। অভিনেতা বলেছিলেন, তিনি যাতে নিশ্চিন্তে নিজের অভিনয় চালিয়ে যেতে পারেন তাই ঐশ্বর্য মা হওয়ার পর নিজের কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন। সবটুকু সময় দিয়েছিলেন আরাধ্যাকে বড় করে তুলতে। এর জন্য স্ত্রীকেই সবটুকু কৃতিত্ব দিয়েছিলেন অভিষেক।

আরো পড়ুন : ফের ইতিহাস তৈরির পথে ISRO! ইলন মাস্কের সংস্থার রকেটে চেপে হবে ভারতীয় স্যাটেলাইটের উৎক্ষেপণ

প্রসঙ্গত, বিচ্ছেদ জল্পনা ক্রমশ মাথাচাড়া দিলেও এ বিষয়ে এখনো মৌনতা অবলম্বন করে রেখেছেন অভিষেক ঐশ্বর্য। এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি তাঁরা। তাই সবটাই রয়েছে জল্পনার স্তরে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর