পরের বার চ্যাম্পিয়ন্স ট্রফি কবে এবং কোথায় আয়োজিত হবে? জানলে হয়ে যাবেন খুশি

বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) ২০২৫-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। দুবাইয়ে হওয়া এই ফাইনাল ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ৪ উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এদিকে, রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া দ্বিতীয়বার ICC ট্রফি জিতেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতল ভারত:

গত রবিবারের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে। যেখানে ড্যারিল মিচেলের (৬৪) সহায়তায় ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে। যার জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে এই টার্গেট পূরণ করে ফেলে। এদিকে, ফাইনাল ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন রোহিত শর্মা। যিনি ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যার ওপর ভর করে ভারতের জয়ের পথ প্রশস্ত হয়ে যায়। আর এইভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) নবম আসর শেষ হল দারুণভাবে। তবে, এখন যে প্রশ্নটি বেশিরভাগ ক্রিকেট অনুরাগীদের মনে আসছে তা হল চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী সংস্করণ কখন এবং কোথায় খেলা হবে? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর কবে হবে এবং কোথায় খেলা হবে: জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) পরবর্তী আসর আয়োজিত হবে ২০২৯ সালে। ততদিনে ভারতীয় দলকে বেশ অন্যরকম দেখাবে। যদিও, এমন কিছু খেলোয়াড় পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবেন। যাঁরা এবারের টুর্নামেন্টে ভারতীয় দলের বিজয়ী দলের অংশ ছিলেন।

আরও পড়ুন: ভারতের দিকে আর নেই নজর! এবার নতুন আতঙ্কে কাঁপছে পাকিস্তান, ঘুম উড়েছে পড়শি দেশের

পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হবে ভারত: আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) আয়োজন করতে চলেছে ভারত। এই বিষয়টি স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের অত্যন্ত খুশি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ICC ২০২১ সালের নভেম্বরে নিজেই ঘোষণা করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯ ভারতের মাটিতে আয়োজন করা হবে। তবে কোন মাসে এর আয়োজন করা হবে, তা সময় হলেই জানা যাবে। এমতাবস্থায়, পরের বার চ্যাম্পিয়নস ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত! অপ্রতিরোধ্য থেকেই কিউই বধ রোহিত বাহিনীর

এদিকে, আয়োজক হওয়ার কারণে টিম ইন্ডিয়া (Champions Trophy) অবশ্যই এর থেকে উপকৃত হবে। শুধু তাই নয়, ওই সময়ে পাকিস্তান এই টুর্নামেন্টে অংশ নিতে ভারত সফর করে কিনা বা নিরপেক্ষ ভেন্যুতে তাদের সমস্ত ম্যাচ খেলবে কিনা সেটাও একটি দেখার বিষয় হবে। জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আয়োজক দেশ হল পাকিস্তান। তবে টিম ইন্ডিয়া তার সমস্ত ম্যাচ দুবাইতে হাইব্রিড মডেলের অধীনে খেলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর