কতদিন চলাচলের পর ট্রেনগুলিকে “অবসর” দেয় রেল? তারপরেই বা কি করা হয়! জানলে অবাক হবেন

   

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে রেলপথ (Indian Railways) হল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় রেলপথে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণ অনেকটাই কম হওয়ায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যাত্রী সংখ্যাও। তবে, ট্রেনে নিয়মিত যাতায়াত করলেও রেল সম্পর্কিত অনেক বিষয় রয়েছে যেগুলি অধিকাংশজনের কাছেই অজানা থাকে। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব।

প্রথমেই জানিয়ে রাখি যে, ভারতীয় রেল হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আমাদের দেশে প্রতিদিন ২৩ মিলিয়ন যাত্রী ট্রেনে যাতায়াত করেন। মূলত, দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেনগুলিতে এসি, জেনারেল এবং স্লিপার ক্লাস সহ বিভিন্ন ধরণের কোচ থাকে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কখন যাত্রীবাহী ট্রেনের “কর্মজীবন” শেষ হয়? অর্থাৎ ওই সমস্ত ট্রেনের মেয়াদ কতদিন থাকে? পাশাপাশি, সেগুলির মেয়াদ শেষে কিই বা করা হয়? চলুন, এইসব প্রশ্নেরই উত্তর আজ জেনে নেওয়া যাক।

ট্রেন কখন “অবসর” নেয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতীয় রেলে যাত্রীদের পরিষেবা প্রদানকারী ICF কোচগুলির কোডাল লাইফ ২৫ থেকে ৩০ বছর হয়। এর অর্থ হল একটি যাত্রীবাহী কোচ সর্বোচ্চ ২৫ থেকে ৩০ বছরের জন্য পরিষেবা দিতে পারে। তবে, এইক্ষেত্রে প্রতি ৫ বা ১০ বছরে একবার যাত্রীবাহী কোচ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়। এদিকে, কোচগুলির কর্মজীবনের মেয়াদ পূর্ণ হলে সেগুলিকে অটো ক্যারিয়ারে রূপান্তরিত করা হয়।

মূলত, অটো ক্যারিয়ারে রূপান্তরিত হওয়ার পরে, এই ট্রেনগুলিকে NMG কোচে রূপান্তরিত করা হয়। একটি যাত্রীবাহী কোচকে NMG কোচে রূপান্তর করার পরে, এটি আরও ৫ থেকে ১০ বছর ব্যবহার করা হয়। এই ট্রেনগুলির মাধ্যমে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহণ করা হয়।

উল্লেখ্য যে, যাত্রীবাহী কোচকে NMG কোচে রূপান্তর করার জন্যে, কোচটি সম্পূর্ণ সিল করা হয়। পাশাপাশি, ভেতরের সব সিট খুলে ফেলা হয়। এমনকি, ফ্যান এবং আলোগুলিকেও খুলে ফেলা হয়। এছাড়াও, কোচগুলিকে শক্তিশালী করতে লোহার স্ট্রিপ লাগানো থাকে।

railway station pti1

সমস্ত দরজা-জানালা করে দেওয়া হয় সিল: মূলত, কোচগুলিকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে সেগুলিতে গাড়ি, মিনি ট্রাক এবং ট্রাক্টর সহজেই লোড এবং আনলোড করা যায়। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে, কোচগুলিকে সম্পূর্ণ সিল করে দিলে কিভাবে জিনিসপত্র রাখা হয়? এই প্রসঙ্গে জানিয়ে দিই যে সম্পূর্ণরূপে সিল করা মানে জানালা এবং দরজা লক করে দেওয়া। অর্থাৎ, লাগেজ রাখার জন্য কোচের পেছনে একটি দরজা তৈরি করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর