বাংলাহান্ট ডেস্ক: একজন বলিউডকে সাবালক করে তুলেছেন আর অন্যজন নিজেই একসময় অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। ইমরান হাশমি (Emraan Hashmi) ও সানি লিওন (Sunny Leone), বলিউডের এই দুই তারকার জনপ্রিয়তা যে কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অনস্ক্রিন বোল্ডনেসে দুজনের কেউই কারোর থেকে কম যান না। একসঙ্গে কোনো ছবি না করলেও একটি আইটেম গানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন দুজনে।
কিন্তু তাঁদের যে এক ছেলেও রয়েছে তা অনেকেই জানতেন না। দুজনের নাকি এক ২০ বছর বয়সী ছেলে রয়েছে। চমকে উঠলেন তো? ইমরান, সানি দুজনেই নিজেদের আলাদা আলাদা বিবাহিত জীবনে সুখী। বিয়ে না করেও হঠাৎ এই ২০ বছর বয়সী ছেলে এল কিভাবে!
এমনি একটি খবরে দু বছর আগে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। বিষয়টা নিয়ে সে সময়ে এতই শোরগোল পড়েছিল যে ইমরান ও সানিকৈই আসরে নামতে হয়েছিল সত্যিটা জানাতে। জানা গিয়েছিল, সানি ও ইমরানের ওই ছেলে বিহারের বাসিন্দা। ‘বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়’ এর অধীনে মুজফফরনগরে একটি স্থানীয় কলেজে পড়ে সে।
ওই ছাত্রের বিএ পার্ট টু পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছিল তার বাবার নামের জায়গায় ইমরান হাশমি ও মায়ের নামের জায়গায় রয়েছে সানি লিওনের নাম। শুধু তাই নয়। বাড়ির ঠিকানার জায়গায় মুজফফরপুরের রেড লাইট এরিয়ার নাম লিখে দিয়েছিল ওই ছাত্র।
বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতে মাথায় হাত দিয়ে বসেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাবমূর্তি বাঁচাতে শুরু হয় তদন্ত। তাতেই জানা যায়, ভাইরাল হওয়া অ্যাডমিট কার্ডটি মীনাপুরের ধনরাজ ডিগ্রি কলেজের। বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হয়েছিল, হয় ছাত্রটি নিজেই মিথ্যে কথা বলেছে নয়তো অ্যাডমিট কার্ডটিই ভুয়ো।
I swear he ain’t mine
https://t.co/ARpJfqZGLT
— Emraan Hashmi (@emraanhashmi) December 9, 2020
This kids awsome !!!!! Way to dream big :)))))))) XO hahahaha https://t.co/VEkTnsv4VT
— Sunny Leone (@SunnyLeone) December 12, 2020
এমন আজব খবরে জোর চমকেছিলেন ইমরান ও সানি। খবরটি শেয়ার করে মজার ছলে তিনি লিখেছিলেন, ‘আমি শপথ করে বলছি আমার সন্তান নয়’। সানি আবার হাসতে হাসতে লিখেছিলেন, বাচ্চাটি দারুন। কল্পনা শক্তি তুখোড়!