২০২৬ নাকি ২০২৯, ঘাটাল মাস্টার প্ল্যান কবে শেষ হবে? মমতা-দেবের কথায় ব্যাপক ফারাক

বাংলা হান্ট ডেস্কঃ বর্ষা এলেই জলে ডুবে যায় ঘাটাল। চলতি বছরও এর অন্যথা হয়নি। জল থই থই অবস্থা সর্বত্র। স্বাভাবিকভাবেই এই আবহে শিরোনামে উঠে এসেছে ঘাটাল মাস্টার প্ল্যান। কবে এই হবে এই প্রকল্প (Ghatal Master Plan)? ফের মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালের সাংসদ দেবের বক্তব্যে দেখা গিয়েছে বিস্তর ফারাক!

  • কে কী বলছেন (Ghatal Master Plan)?

সম্প্রতি বন্যা কবলিত ঘাটাল পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব (Dev)। সেখানে তিনি বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যান না’। একইসঙ্গে জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস থেকে নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছেন। দেবের দাবি, এই প্ল্যান সম্পূর্ণ করতে অন্ততপক্ষে ৫ বছর সময় লাগবে। আর এখানেই গণ্ডগোল!

চলতি বছর মে মাসে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, দেবকে বলেছি আমার ২-৩ বছর সময় লাগবে। ১০০০ কোটি টাকার প্রকল্প। একটু সময় লাগবেই। মুখ্যমন্ত্রী বলছেন ২-৩ বছর, এদিকে সাংসদের দাবি ৫! ইতিমধ্যেই এই নিয়ে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ড এবার পর্দায়! ‘আগমনীঃ তিলোত্তমাদের গল্প’ নিয়ে আসছেন তৃণমূলের রাজন্যা, রিলিজ কবে?

সূত্র মারফৎ জানা যাচ্ছে, সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে দেব যে মন্তব্য করেছেন সেটা মমতার নজর এড়ায়নি। বর্ধমানে প্রশাসনিক বৈঠকে সেচ দফতরের সচিবকে এই নিয়ে প্রশ্ন করেন বলে খবর। শুধু তাই নয়, ছাব্বিশ সাল নাগাদ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করা হবে এমন আশ্বাসও দেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।

Ghatal Master Plan

২০২৯ সালে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে, দেবকে এই সংক্রান্ত তথ্য কে দিয়েছেন? এই নিয়েও নাকি প্রশ্ন করেন মমতা। কারণ তিনি নিজে ২০২৬-এর মধ্যে এই প্রোজেক্ট (Ghatal Master Plan) শেষ করার কথা বলেছেন। সেই বছরই বিধানসভা নির্বাচন। ফলে সেই বছরের মধ্যে যদি কাজ সম্পূর্ণ না হয়, তাহলে ভোটারদের কাছে জবাবদিহি করা যাবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতার জন্য কাজ হয়নি, তার আগে হয়নি সিপিএমের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে সাড়ে তেরো বছরে এই কাজ করে ফেলতেন বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বলেন, ২০২৬ সালে বিজেপি সরকার গড়বে। তারাই ঘাটাল মাস্টার প্ল্যান করবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর