বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো থেকে কেন্দ্রীয় হারে ডিএ (DA) প্রদান, একাধিক দাবি রয়েছে সরকারি কর্মীদের। এই আবহে রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, ৪% হারে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে।
কবে থেকে বর্ধিত ডিএ (Dearness Allowance) পাবেন রাজ্য সরকারি কর্মীরা?
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অনেকেই আশা করেছিলেন, বাজেটের দিন ডিএ বৃদ্ধির সুখবর দেবে সরকার। সেই আশা পূরণ হয়েছে। ৪% হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। এখন প্রশ্ন হল, কবে থেকে বর্ধিত হারে ডিএ পাওয়া যাবে?
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এতদিন ১৪% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছিলেন। তবে বুধবার তা আরও ৪% বাড়ানো হয়েছে। ফলে এবার থেকে তাঁরা ১৮% হারে ডিএ পাবেন । আগামী ১ এপ্রিল থেকে এই নয়া হার কার্যকর হবে বলে হবে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের জন্য বড় খবর! রাজ্যকে বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
২০২০ সালের ১ জানুয়ারি থেকে রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। এরপর থেকে পাঁচ দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে। এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার সময় রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে আলাদা করে মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি। অর্থাৎ তখন ডিএ শূন্য ছিল। ২০২১ সালের ১ জানুয়ারি প্রথম দফায় মহার্ঘ ভাতা বাড়ানো হয়।
এভাবে দেখতে দেখতে মোট চার দফায় ডিএ (Dearness Allowance) বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারের বাজেটে পঞ্চম দফায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হল। আগামী এপ্রিল মাস থেকে ১৮% হারে ডিএ পাবেন তাঁরা। তবে এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বিস্তর ফারাক রয়েছে। কেন্দ্রীয়-রাজ্য ডিএ ব্যবধান বর্তমানে ৩৫ শতাংশ।