বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে কেরিয়ারের অত্যন্ত সঙ্কটের মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের শোচনীয় পরাজয়ের পর তিনি প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছেন। একদিকে যেমন তাঁর খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে ঠিক তেমনই রোহিতের অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে সমালোচনা। পাশাপাশি, অনেকেই মনে করেছিলেন যে রোহিত হয়তো এরপরে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। যদিও, এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
কি জানালেন রোহিত (Rohit Sharma):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রোহিত শর্মা (Rohit Sharma) এখনই ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়বেন না। ইতিমধ্যেই সূত্রকে উদ্ধৃত করে দৈনিক জাগরণের একটি রিপোর্ট বলা হয়েছে যে, অস্ট্রেলিয়া সিরিজের শোচনীয় হারের তদন্ত করার লক্ষ্যে শনিবার মুম্বাইতে বিসিসিআই আধিকারিকদের সাথে দলের হেড কোচ গৌতম গম্ভীর সহ নির্বাচক প্রধান অজিত আগরকার বৈঠক সম্পন্ন করেন। আর সেখানেই উপস্থিত ছিলেন রোহিত।
জানা গিয়েছে, সেখানে হিটম্যান (Rohit Sharma) জানিয়ে দিয়েছেন, ভারতীয় দলে যতদিন না পর্যন্ত টেস্টে নয়া অধিনায়ক বেছে নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তিনি ক্যাপ্টেন থাকতে প্রস্তুত। এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, টেস্ট অধিনায়ক হিসেবে যে প্লেয়ারকেই বেছে নেওয়া হোক না কেন তাতে তাঁর পূর্ণ সমর্থন থাকবে। এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল রোহিতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহের নামও সামনে এসেছে বলে জানা গিয়েছে।
তবে, বুমরাহের নাম প্রস্তাব করা হলেও ওই সিদ্ধান্তে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। যদিও, টেস্ট অধিনায়ক হিসেবে বুমরাহ যে অত্যন্ত দক্ষ তার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে পার্থ টেস্টে। এদিকে, বোলার হিসেবে বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। এমতাবস্থায় সামগ্রিক দিক বিচার করে বুমরাহকে স্থায়ী ক্যাপ্টেন করার আগে বোর্ডকে বিভিন্ন ভাবনা-চিন্তা করতে হবে।
আরও পড়ুন: বাজিমাত ভারতের! পাকিস্তানে সফর করছেন না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট! ফের মুখ পুড়ল পড়শি দেশের
এদিকে, খাতায়কলমে রোহিতকে (Rohit Sharma) টেস্ট ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়া হলেও আমরা যদি আগামী পাঁচ মাসে ভারতের খেলার সূচির দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, আগামী পাঁচ মাসে ভারত কোনও টেস্ট সিরিজ খেলবে না। নির্ধারিত সূচি অনুযায়ী, জুনের তৃতীয় সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। আর সেই কারণেই টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন কে হবে তা নির্ধারণ করার জন্য বোর্ডের কাছে যথেষ্ট সময় থাকবে। আর নতুন ক্যাপ্টেন পাওয়া গেলে বর্ডার-গাভাস্কার সিরিজই অধিনায়ক হিসেবে রোহিতের শেষ সিরিজ হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে হারিয়েও স্বস্তিতে নেই মোহনবাগান! একটা কারণেই চিন্তিত কোচ মোলিনা
আরও একটি বিষয় হল, আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও রোহিতের (Rohit Sharma) জন্য রীতিমতো অগ্নিপরীক্ষা হতে চলেছে। বর্তমানে বোর্ডের মত অনুযায়ী, ODI ক্রিকেটে রোহিতের অধিনায়কত্বের কোনও বিকল্প খোঁজা হচ্ছে না। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর পারফরম্যান্সের ওপর ভর করে পরবর্তী পদক্ষেপের পথে হাঁটতে পারে BCCI।