নামেও মিল, স্বামীর প্রাক্তন আলিয়াই করুক বিয়ের কাজকর্ম! চেয়েছিলেন কিয়ারা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের নববিবাহিত দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। কিছুক্ষণ আগেই প্রকাশ্যে এসেছে জুটির প্রথম ছবি। আর তারপর থেকেই ট্রেন্ডিংয়ে চলে এসেছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সিড কিয়ারার বিয়ের ছবি। অনেকে আবার খুঁজে বের করছেন তাঁদের পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে নিজেদের সম্পর্ক আভাসে, ইঙ্গিতে বুঝিয়েছেন তাঁরা।

গত বছর কয়েক পর্ব আগে পরে কফি উইথ করনে এসেছিলেন সিদ্ধার্থ কিয়ারা। সঞ্চালকের প্রশ্নবাণের মুখে পড়ে বেশ কিছু সিক্রেট ফাঁস করেছিলেন তাঁরা। সেখানেই করন প্রশ্ন করেছিলেন, নিজের ‘ব্রাইডসমেড’ হিসাবে কাকে চান কিয়ারা? অভিনেত্রী সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, তিনি চান আলিয়া ভাট তাঁর বিয়ের সব কাজকর্ম করুক। আলিয়াকে তাঁর বেশ মিষ্টি লাগে বলেও জানিয়েছিলেন তিনি।

sidharth kiara

কিন্তু কিয়ারার উত্তর শুনে মুখ হাঁ হয়ে গিয়েছিল করনের। তিনি বলেও ফেলেছিলেন, ‘ তুমি সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করবে আর আলিয়া ব্রাইডসমেড হবে!’ তখনি একটু থতমত খেয়ে যান কিয়ারা। বলে ওঠেন, সেটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে।

আসলে কিয়ারার আগে সিদ্ধার্থ যে নিজের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সহ অভিনেত্রী আলিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন তা ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন। এমনকি সিদ্ধার্থ নিজেও তা ইঙ্গিতে বুঝিয়েছেন। করনের শোতেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিজের প্রাক্তনের কোন জিনিসটা তিনি মিস করেন? অভিনেতা উত্তর দিয়েছিলেন, তাঁর বিড়াল। আর আলিয়ার পোষ্য বিড়ালকে সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেই দেখেছেন।

Alia bhatt 2

 

অদ্ভূত ভাবে কিয়ারারও আসল নাম আলিয়া। অভিনয়ে পা রাখার আগে আলিয়া ভাটের সঙ্গে রেষারেষি এড়াতেই কিয়ারা নামটা নিয়েছিলেন তিনি। শোনা যায়, সিদ্ধার্থ কিয়ারার আলাপ হয় ‘লাস্ট স্টোরিজ’ এর পার্টিতে। প্রথম দেখাতেই একে অপরকে মন দিয়ে বসেছিলেন তাঁরা। শেরশাহ ছবিতে দুজনের রসায়নও দারুন হিট হয়েছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর