বাংলা হান্ট ডেস্কঃ বহু দশক ধরে তাঁর সুরেলা কণ্ঠ দিয়ে দেশের মানুষের হৃদয়ে রাজত্ব করেছিলেন লতা মঙ্গেশকর। এবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। ৯২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন লতা মঙ্গেশকর। ৮ জানুয়ারি থেকে তিনি মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে সার্বক্ষণিক আইসিইউতে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।
লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করেছিল। তাকে কয়েকদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল এবং পরে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আবার ভেন্টিলেটরে রাখা হলে আজ তার মৃত্যুর খবর এলো। যা সবাইকে শোকের মধ্যে ফেলে দিয়েছে।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে ক্রীড়াজগতও শোকাহত। ক্রিকেটের প্রতি তার কতটা অনুরাগ ছিল তা সবাই জানে। ১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলের জয়ের পর, তিনি একটি বিশেষ কনসার্ট করে খেলোয়াড়দের অর্থ সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের প্রতি তার ভালোবাসা কারো থেকে গোপন নয়।
বলে দিই, মহেন্দ্র সিং ধোনির অবসরের খবরে লতা মঙ্গেশকর খুব দুঃখ পেয়েছিলেন। এমনকি তিনি ধোনিকে অবসরের কথা না ভাবতেও অনুরোধ করে একটি ট্যুইট করেছেন। ২০১৯ সালের জুলাই মাসে ভারতীয় দল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। এরপর ধোনির অবসরের খবর আসতে থাকে। সেই কথা শুনে অস্থির হয়ে ওঠেন লতা মঙ্গেশকর। এরপর ১১ জুলাই তিনি একটি টুইট করেন। এতে তিনি ধোনিকে অবসর না নেওয়ার পরামর্শ দেন।
লতা মঙ্গেশকর তার টুইটে লিখেছেন, ‘প্রিয় ধোনি জি, আজকাল শুনছি আপনি অবসর নিতে চান। অনুগ্রহ করে একথা মনে আনবেন না। দেশের জন্য আপনার খেলার প্রয়োজন এবং এটাও আমার অনুরোধ যে আপনি অবসরের চিন্তা মাথায় আনবেন না।” আপনাদের বলে দিই যে, লতা মঙ্গেশকর ৫ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। উনি মধুবালা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার জন্যও কণ্ঠ দিয়েছেন।