কবে চালু হবে লোকাল ট্রেন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ অনেকেই ভেবেছিল এবার হয়ত লোকাল ট্রেন (Local Train) পরিষেবা চালু হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই আশায় জল ঢেলে দেন। রাজ্যে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি থাকবে। রাত্রিকালীন কারফিউতে কিছুটা ছাড় দেওয়া হলেও, এবারও লোকাল ট্রেনে ‘না” সরকারের। ফলে আগামী ৩১ তারিখ পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

তবে এবার রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, গ্রামাঞ্চলে ঠিক মতো টিকাকরণ হলেই সর্ব সাধারণের জন্য চালু করে দেওয়া হবে লোকাল ট্রেন পরিষেবা।

বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যে ট্রেন পরিষেবা চালু করা নিয়ে বলেন, ‘এতদিন ধরে শহর ও শহরের আশেপাশের ঘিঞ্জি এলাকায় টিকাকরণে বেশি জোর দেওয়া হয়েছিল। এবার গ্রামে গঞ্জেও টিকাকরণের গতি বাড়াতে হবে। ইতিমধ্যে গ্রামে টিকাকরণের গতি বাড়ানো হয়েছে। আর গ্রামাঞ্চলের ৫০ শতাংশ মানুষের টিকাকরণ হয়ে গেলেই লোকাল ট্রেন চলার অনুমতি দেব।”

গত সপ্তাহে নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলায় লোকাল ট্রেন বন্ধ থাকায় মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। সঠিক ভাবে কাজ এগোলে ট্রেন চালু করে দেওয়া হবে। বর্তমানে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বেড়ে যাওয়ার কারণেই লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে।

এর আগে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ট্রেন চালু করার কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেন যে, এখন ট্রেন চালু হলে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন দায় নেবে কে? উনি সেবারই বুঝিয়ে দিয়েছিলেন যে, সমস্ত প্রস্তুতি ঠিক না করে বাংলায় সহজেই লোকাল ট্রেন চালু করা হবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর