বাংলা হান্ট ডেস্কঃ চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর সফল উৎক্ষেপণের পর থেকেই গোটা বিশ্বই ভারতের (India) বিজ্ঞানী ও ISRO-কে অভিবাদন জানাচ্ছে। আমেরিকা, চীন, ইউরোপ, রাশিয়াসহ অনেক মহাকাশ সংস্থাও শুভেচ্ছা জানিয়েছে। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও (Fawad Chaudhry) ভারতীয় বিজ্ঞানী ও ISRO-কে অভিনন্দন জানিয়েছেন। তবে এরই মধ্যে, তার একটি পুরানো বক্তব্য ভাইরাল হয়েছে যাতে তাকে পাকিস্তানের ‘চন্দ্র অভিযান” সম্পর্কে তার মতামত দিতে দেখা যায়। ইমরান খানের সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী থাকাকালীন তিনি এই মন্তব্য করেছিলেন। তিনি এমন শিশুসুলভ বক্তব্য দিয়েছিলেন যে, পাকিস্তানের জনগণ যেমন তাঁর উপর ক্ষুব্ধ হয়েছিল, তেমনই গোটা বিশ্ব অট্টহাসি করেছিল।
বর্তমানে তাঁর একটি পুরনো ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় তাকে চন্দ্রযান-২ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি আলাদা। এত পাপড় বেলার কোনও দরকারই নেই। আমরা খালি চোখেই চাঁদ দেখতে পারি, আমরা তার অবস্থানও জানি, আমরা জানি কখন ওঠে আর অস্ত যায়। তাহলে এত পরিশ্রম আর খরচ করার কী দরকার।” উল্লেখ্য, ফাওয়াদ চৌধুরী নিজে যখন মন্ত্রী ছিলেন, তখন তিনি এই মন্তব্য করেছিলেন।
এরপর ফাওয়াদ চৌধুরী চন্দ্রযান-২ মিশনের আংশিক ব্যর্থতার পর ভারতকে কটাক্ষও করেছিলেন। তবে তিনি চন্দ্রযান-৩ মিশনের সূচনার জন্য অভিনন্দন জানিয়েছেন। ফাওয়াদ চৌধুরী ইমরান খান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন। তিনি সম্প্রতি লিখেছেন যে, ‘চন্দ্রযান-৩ উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ ও বিজ্ঞান সম্প্রদায়কে অভিনন্দন। একটি সফল উৎক্ষেপণের জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা।” ফাওয়াদ চৌধুরী এই মন্তব্য করার পর সবাই হতবাক হয়ে যান, কারণ তিনি ভারতের শেষ চাঁদ মিশন নিয়ে কটূক্তি করেছিলেন।
https://twitter.com/arunbothra/status/1680064835810377728?s=20
বর্তমানে শুক্রবার দুপুর ২.৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করেছে ISRO। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন যে, চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ যাত্রায় একটি দুর্দান্ত অধ্যায়ের সূচনা করেছে। ভারতের এই উচ্চাভিলাষী চাঁদ মিশন চন্দ্রযান-৩-এর জন্য গোটা বিশ্ব ইসরো এবং ভারতীয় বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছে।