বুড়ো বর হলেও ক্ষতি নেই, থাকতে হবে শুধু এই জিনিসটা! বেফাঁস পরিণীতি

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের নতুন লভবার্ডস পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাঢ্ঢা (Raghav Chadha)। বিনোদন জগতের মানুষ হয়েও রাজনৈতিক দুনিয়ার সদস্যের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন। তার প্রথম ধাপটা ইতিমধ্যেই সেরে ফেলেছেন তাঁরা। শনিবার স্বপ্নের মতো বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রাঘব পরিণীতির। এই নতুন জুটিকে নিয়েই এখন চর্চা তুঙ্গে বলিপাড়ায়।

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন রাঘব পরিণীতির বাগদানের ছবি, ভিডিও ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি ছবিতেই স্পষ্ট তাঁদের মধ্যেকার রসায়ন। দুজনের প্রেম কবে থেকে শুরু তা এখনো স্পষ্ট না হলেও অভিনেত্রীর পুরনো কিছু সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি ভিডিওতে নিজের হবু জীবনসঙ্গী সম্পর্কে মুখ খুলতে দেখা যায় তাঁকে।

raghav parineeti

 

এই ভিডিও অবশ্য ২০১৪ সালের। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিজের ভবিষ্যতের জীবনসঙ্গীর মধ্যে কোন কোন গুণগুলো দেখতে চান তিনি? অভিনেত্রী তখন উত্তর দিয়েছিলেন, ‘আমার ভালবাসার জন্য একজন শক্ত মানুষ চাই। তার জন্য ভাল কৌতুক বোধ থাকে। তাকে বিচক্ষণ, পরিণত হতে হবে। আমার থেকে ২০ বছরের বড় হলেও কোনো সমস্যা নেই’।

কিন্তু বাস্তবে যাঁকে পরিণীতি জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন সেই রাঘব চাঢ্ঢা কিন্তু তাঁর সমবয়সী। দুজনেরই বয়স ৩৪ বছর। জানা যায়, দুজনেই একসঙ্গে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পড়তেন। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত। যদিও বন্ধুত্বটা কবে প্রেমের দিকে ঝোঁকে তা ক্রমশ প্রকাশ্য।

শনিবার দিল্লির কনৌট প্লেসের কাপুরতলা হাউসে রাজকীয় আসর সাজিয়ে আংটি বদল করেন রাঘব পরিণীতি। তাঁদের বিশেষ দিনে উপস্থিত ছিলেন রাজনৈতিক এবং বিনোদন জগতের মানুষরাও। প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে বিকেল ৫ টা নাগাদ শুরু হয় বাগদান সেরিমনি।

প্যাস্টেল কালারড থিমের কথা মাথায় রেখে আইভরি পোশাকে সেজে উঠেছিলেন রাঘব পরিণীতি। রাত আটটা নাগাদ আংটি বদল অনুষ্ঠান হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, করন জোহর, সানিয়া মির্জারা ছিলেন অতিথিদের তালিকায়। লস অ্যাঞ্জেলস থেকে এসেছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর