ডিভোর্সের পর আর দেখা যায়নি একসাথে! আবার কবে ফিরবেন প্রসেনজিৎ-দেবশ্রী জুটি?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিনেমার হিট জুটি হলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায় (Prosenjit-Deboshree)। বড়পর্দায়  তাঁদেরজুটির রসায়ন ছিল সুপারহিট। বিশেষ করে ১৯৯৪ সালে প্রসেনজিৎ-দেবশ্রী (Prosenjit-Deboshree) অভিনীত ‘১৯ শে’ এপ্রিল সিনেমা রীতিমতো ঝড় তুলেছিল বাংলা সিনেমার দর্শক মহলে। কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের তৈরি এই কালজয়ী সিনেমার হাত ধরে এই জুটিকে (Prosenjit-Deboshree) নতুন করে চিনতে শিখেছিলেন দর্শক।

প্রসেনজিৎ-দেবশ্রী (Prosenjit-Deboshree) জুটি

পরে একসাথে জুটি বেঁধে আরও  বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছিলেন তাঁরা। পরে তাঁদের  পর্দার এই প্রেম গড়িয়েছিল বাস্তবে। বিয়েও করেছিলেন তাঁরা।  কিন্তু সুখের হয়নি তাদের সংসার। সকলেই জানেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম বিবাহিত স্ত্রী ছিলেন দেবশ্রী। ভালোবেসেই একে অপরকে ভালোবেসেই একে অপরকে বিয়ে করেছিলেন বুম্বা -চুমকি।

১৯৯২  সালে বিয়ের পর মাত্র তিন বছর টিকে ছিল তাঁদের সংসার। তারপর ১৯৫ সালেই  বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। ডিভোর্সের পর, সেই থেকে আজ পর্যন্ত আর কোনো দিন একসাথে দেখা যায়নি তাঁদের। একসাথে জুটি  বেঁধে অভিনয়ও করেননি কোনোদিন। যদিও ভক্তরা আজও তাঁদের  একসাথে দেখার অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন : ‘মর্ত্যের অসুর বিনাশ করো মা!’, দেবীপক্ষের সূচনায় ‘রাঙা বউ’ শ্রুতির কাতর আর্তি

অনুরাগীদের কৌতুহল মেটাতেই একবার দেবশ্রী রায়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল তাঁদের  জুটিকে আবার কবে একসাথে দেখা যাবে? এই প্রশ্ন শুনেই একরাশ বিরক্তি নিয়ে অভিনেত্রী বলেছিলেন এই বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চান না। আর এবারের পুজোয় মুক্তি পেতে চলেছে দেবশ্রী-মিঠুন চক্রবর্তী অভিনীত নতুন বাংলা সিনেমা শাস্ত্রী। দীর্ঘ ১৬ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন এই জুটি।

Deboshree

এই ছবির প্রচারেই প্রসেনজিতের সাথে সিনেমা করার প্রসঙ্গ টেনে টিভি নাইন বাংলার তরফে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘ আচ্ছা কোনদিনও কি আপনাদের একসঙ্গে দেখা যাবে না?’ উত্তরের এদিন দেবশ্রী বলেছেন ‘সেটা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না আমি।’ অর্থাৎ এবারও তার উত্তরে স্পষ্ট যে তিনি বিষয়টা এড়িয়ে যেতেই চাইছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর