বাহুবলী থেকে কোটি কোটি কামিয়ে আবার RRR-এর স্বত্ব চান! করনের থোঁতা মুখ ভোঁতা করেছিলেন রাজামৌলি

বাংলাহান্ট ডেস্ক: ২০২২ এর সফলতম ভারতীয় ছবির তালিকায় অন্যতম ছিল ‘আর আর আর’ (RRR)। দেশে তো বটেই, বাইরের একাধিক দেশেও ব্লকবাস্টার হিট হয়েছিল এই ছবি। সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করেছিল এস এস রাজামৌলির (SS Rajamouli) ছবি। ২০২৩ এও চর্চার কেন্দ্রে আর আর আর। একাধিক সম্মানীয় আন্তর্জাতিক পুরস্কার উঠেছে এই ছবির ঝুলিতে।

সম্প্রতি সেরা মৌলিক গানের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছে আর আর আর। পাশাপাশি সেরা বিদেশি ছবি এবং সেরা গানের জন্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডও পেয়েছে এই ছবি। সব মিলিয়ে যাবতীয় লাইমলাইট এখন আর আর আর এর উপরেই।

ss rajamouli

ছবিটি ঘিরে যখন আশা, উন্মাদনা তুঙ্গে তখন আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা মিলেছে পরিচালক প্রযোজক করন জোহরেরও (Karan Johar)। একবার আর আর আর এর একটি প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন পরিচালক রাজামৌলি এবং করন।

তেলুগু পরিচালকের কাছে করন প্রশ্ন রেখেছিলেন, বাহুবলীর মতো আর আর আর এর হিন্দি স্বত্ব তাঁকে কেন বিক্রি করলেন না তিনি? উত্তরে বিদ্রুপের সুরে রাজামৌলি বলেছিলেন, বাহুবলী ছবির পরিবেশক হয়ে শয়ে শয়ে কোটি টাকা রোজগার করেছিলেন করন। কিন্তু পরিচালক হিসাবে রাজামৌলি সেই আয়ের এতটুকুও ভাগ পাননি। উপহার হিসাবেও তো তাঁকে কিছুটা ভাগ দিতে পারতেন করন।

karan johar

কিন্তু বদলে কী দিয়েছিলেন প্রযোজক? নিজের টক শো কফি উইথ করনে ডেকেছিলেন রাজামৌলিকে। তারপর হাতে একটি ফোন আর ব্লুটুথ স্পিকার ধরিয়ে দিয়েছিলেন। তিনি নাকি আবার আর আর আর এর হিন্দি স্বত্ব চাইছেন! এখানেই থামেননি রাজামৌলি।

করনের মুখের উপরেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ছবির সঙ্গে যুক্ত অন্যান্যরা কেউ তাঁকে বান্দ্রায় ফ্ল্যাট উপহার দিয়েছেন, কেউ আবার জুবিলি হিলসে জমি উপহার দিয়েছেন। দেখে কিছু অন্তত শেখা উচিত করনের। বলা বাহুল্য, আর কোনো উত্তর যোগায়নি প্রযোজকের মুখে।

Niranjana Nag

সম্পর্কিত খবর