‘তুমি সাংসদ, তুমি পারবে…’! দেবকে এই ‘বিশেষ’ উপদেশ দিয়েছিলেন শাহরুখ! এত বছর পর ফাঁস

বাংলা হান্ট ডেস্কঃ শুধু বলিউড নয়, গোটা বিশ্বে অগুনতি অনুরাগী রয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)। শুধু নিজের অভিনয় নয়, দুর্দান্ত ব্যক্তিত্বের মাধ্যমেও বহু মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। অনেকেই হয়তো জানেন না, এই শাহরুখই টলিউড সুপারস্টার তথা ঘাটালের সাংসদ দেবকে একটি বিশেষ ‘উপদেশ’ দিয়েছিলেন।

  • দেবকে কী পরামর্শ দিয়েছিলেন কিং খান (Shah Rukh Khan)?

এখনও অবধি বেশ কয়েকবার শাহরুখের মুখোমুখি হয়েছেন দেব (Dev)। এইরকমই একবার টলি অভিনেতাকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন কিং খান। বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে আমার কিছু জানা নেই। আমি রাজনীতি বুঝি না। তবে তোমরা যারা পরিচিত মুখ, যাদের মানুষ এত ভালোবাসেন, সেই সঙ্গে যাদের এত কম বয়স, তোমরা এটা অবশ্যই করো। একটা কথা মনে রাখবে, সিনেমায় ইতিবাচক চরিত্র করো বা নেতিবাচক, সেটা সিনেমা। তবে রাজনীতির পরখ যদি হয়ে থাকে, তাহলে সেটাকে নিশ্চয়ই ভালো দিকে ব্যবহার করো’।

এখানেই না থেমে শাহরুখ (Shah Rukh Khan) নাকি আরও বলেছিলেন, ‘আমি ভালোবেসে বললাম, কোনও চাপ নেই। আমার মনে হয়, মানুষকে ভালো কথা শেখানো খুব দরকার। যারা তোমার সিনেমা দেখে, তোমায় ভালোবাসে, তাঁদের নিজের রাজনীতির ভাষায় ভালো কথা শিখিও’।

আরও পড়ুনঃ ‘যতদিন বিচার না পাব…’! ভাইফোঁটার দিন বিরাট সিদ্ধান্ত! কিঞ্জলের এক ঘোষণায় তোলপাড়

রিপোর্ট বলছে, সেই সময় সদ্য সদ্য সাংসদ হয়েছেন দেব। শাহরুখ তাঁকে যে পরামর্শগুলো দিয়েছিলেন, সেগুলি তিনি মন দিয়ে শুনেছিলেন। কেন এই পরামর্শ দিচ্ছেন, সেটাও ব্যাখ্যা করেছিলেন বলিউড (Bollywood) সুপারস্টার।

Shah Rukh Khan Dev

শাহরুখ বলেছিলেন, দেশকে কীভাবে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা এখনকার যুব সম্প্রদায়ের জানা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন জনপ্রিয় মানুষ যদি একথা তাঁদের বোঝান, তাহলে সেটা খুব ভালো।

উল্লেখ্য, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির সুপারস্টারদের মধ্যে একজন শাহরুখ (Shah Rukh Khan)। অভিনয়, প্রযোজনা সংস্থা সহ নানান কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি। রাজনীতির দুনিয়ায় পদার্পণ করেননি। অন্যদিকে সিনেদুনিয়ার পাশাপাশি সাংসদের দায়িত্বও সমানভাবে পালন করছেন দেব। চব্বিশের লোকসভা ভোটেও ঘাটাল থেকে জিতে সাংসদ হয়েছেন টলি সুপারস্টার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর