বাংলা হান্ট ডেস্কঃ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ঝুলিতে রয়েছে একাধিক হিট সিনেমা। টলিপাড়ার ‘পরিণীতা’র অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) স্ত্রী। তবে আপনি কি জানেন, এই শুভশ্রীর বিরুদ্ধেই একবার পার্টি অফিস থেকে অভিযোগ এসেছিল।
কী এমন করেছিলেন শুভশ্রী (Subhashree Ganguly)?
এই মুহূর্তে নিজের কাজ এবং সংসার নিয়ে বেজায় ব্যস্ত রাজ-পত্নী। সদ্য রিলিজ করেছে তাঁর সিনেমা ‘সন্তান’। এখনও ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি প্রোজেক্ট। তিনি যেমন অত্যন্ত দক্ষ অভিনেত্রী, তেমনই সু-গৃহিণীও। তবে একবার সেই শুভশ্রীর নামেই পার্টি অফিস থেকে অভিযোগ এসেছিল। কিন্তু কী এমন করেছিলেন নায়িকা?
ঘটনাটি এখনকার নয়, বেশ পুরনো। অভিনেত্রী তখন ছোট। বর্ধমানে থাকতেন। সেই সময়ই ঘটেছিল এই ঘটনা। কয়েক বছর আগে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘অপুর সংসারে’ অতিথি হয়ে এসে এই বিষয়ে কথা বলেছিলেন ইউভান-ইয়ালিনীর মা। জানিয়েছিলেন, তাঁর ‘ডানপিটে’ স্বভাবের জন্য একবার পার্টি অফিস থেকে তাঁর বাবাকে ডেকে পাঠানো হয়েছিল!
আরও পড়ুনঃ DA নিয়ে টানাপড়েন! ৬ বছরে মামলাকারীদের কত খরচ? টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে
টলিপাড়ার (Tollywood) এই সুন্দরী নায়িকা ছোটবেলা থেকেই নাকি ভীষণ ডানপিটে ছিলেন। এমনকি মারামারিও করেছেন তিনি। একদিন এই কারণেই পার্টি অফিস থেকে তাঁর নামে অভিযোগ আসে। সেই গল্প শুভশ্রী নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
রাজ-পত্নী বলেন, ‘হ্যাঁ, ছোটবেলায় আমি একটু মারামারি করতাম। পার্টি অফিস থেকে বাবার কাছে অভিযোগ জানানো হয়েছিল, দেবু তোর ছোট মেয়ে কিন্তু খুব মস্তানি করছে। রাস্তার মোড়ে একটা ছেলেকে আমি খুব মেরেছিলাম’।
ছেলেবেলার এই ঘটনা শেয়ার করেই হাসিতে ফেটে পড়েছিলেন শুভশ্রী (Subhashree Ganguly)। সেই ভিডিও বর্তমানে ভাইরাল। বিধায়ক-পত্নীর ছেলেবেলার এই ঘটনা শুনে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকে। ইউভান-ইয়ালিনীর মায়ের কাণ্ড নিয়ে শুরু হয়েছে চর্চা।