বাংলা উচ্চারণটাই ঠিক মতো পারে না সে আবার অভিনেতা! ‘মোয়ানায়ক’ দেবকে ব্যঙ্গ সুদীপ্তার

বাংলাহান্ট ডেস্ক: ‘পোয়েনজিৎ’ থেকে যেমন প্রসেনজিৎ হয়েছে, তেমনি বদলেছে দেবের (Dev) ভাবমূর্তিও। বছর গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁর ছবিতে বদল এসেছে, ধারালো হয়েছে অভিনয়। দেবের সম্পূর্ণ ব্যক্তিত্বটাই এখন ‘চেঞ্জড’। কিন্তু বদলায়নি একটা জিনিস, ট্রোল। তা আগেও ছিল, এখনও রয়েছে। এমনকি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও (Sudipta Chakraborty) মজা করতে ছাড়েননি দেবকে নিয়ে।

দেবের কেরিয়ারের শুরু থেকে দীর্ঘদিন পর্যন্ত বাংলা উচ্চারণ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। ছোট থেকেই মুম্বইয়ে বড় হয়েছেন তিনি। বাবার কর্মসূত্রে সেখানেই থাকতেন দেব। তাই বাংলায় একটা হিন্দি টান চলেই আসত তাঁর। বাংলা ছবির নায়কের বাংলা উচ্চারণের দুর্দশা নিয়ে ব্যঙ্গ করেছেন অনেকেই। এই তালিকাতেই রয়েছেন সুদীপ্তাও।

sudipta chakraborty 2

ঘটনাটা কয়েক বছর আগেকার। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত ‘অপুর সংসার’ শোতে এসেছিলেন সুদীপ্তা। সেখানেই খেলা অনুযায়ী শাশ্বত অভিনেত্রীকে প্রশ্ন করেন, দেবকে কী জিজ্ঞাসা করতে চাইবেন তিনি? সুদীপ্তা উত্তর দেন, ‘২০২৩ নাকি ২০৩২ সঠিক বাংলায় উচ্চারণ কবে শুনতে পাব?’

সুদীপ্তা মজা করে প্রশ্ন করলেও এত বছর পর ভিডিওটি ভাইরাল হতেই তাঁর উপরে ক্ষেপেছেন দেব ভক্তরা। আসলে ২০২৩ এ দাঁড়িয়ে নিজের উচ্চারণে অনেকটাই বদল এনেছেন অভিনেতা। আগে যারা দেবকে ট্রোল করতেন, এখন তারাই তাঁর ছবির ভক্ত হয়ে উঠেছেন। তাই স্বাভাবিক ভাবেই সুদীপ্তার এহেন মন্তব্যে ক্ষুব্ধ দেবের অনুরাগীরা।

sudipta dev

দেব অবশ্য নিজেও একাধিকবার স্বীকার করেছেন তাঁর উচ্চারণগত সমস্যার কথা। আর সেটা ঠিক করার চেষ্টার কথাও জানিয়েছিলেন তিনি। উচ্চারণ যে এখন অনেকটাই আয়ত্তে নিয়ে এসেছেন সেটাও স্পষ্ট। অন্যদিকে সুদীপ্তা তখন মজা করলেও বাস্তবে কিন্তু দেবের সঙ্গে ভালোই বন্ধুত্ব তাঁর। অভিনেতার প্রযোজনায় ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবিতে অভিনয় করছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর