বিড়াল যখন অভিভাবক! বিপদসংকুল রেলিং থেকে বাচ্চার হাত সরিয়ে দেওয়া বিড়ালের ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্কঃ পোষ্য হিসাবে বিড়াল (cat) কিংবা কুকুর হল মানুষের প্রথম পছন্দের। এখন তো প্রায় বাড়িতেই পোষ্য হিসাবে একাধিক বিড়াল অথবা কুকুর দেখতে পাওয়া যায়। এই পোষ্যরাই আবার একলা মানুষের ভরসার সঙ্গী হয়ে ওঠে। বাড়িতে নতুন সদস্য এলে তার খেলার সঙ্গী হয়ে ওঠে।

যেখানে দেখা যাচ্ছে এক বিড়াল ঠিক অভিভাবকের মত আচরণ করছে। সেটা আবার কেমন তাই ভাবছেন তো? তাহলে দেখে নিন ভিডিওটা।

https://twitter.com/buitengebieden_/status/1352696937489825796

ভিডিওতে দেখা যায়, একটি বাচ্চা বাড়ির ব্যালকনির রেলিং ধরে ওঠার চেষ্টা করছে। ছোট বাচ্চা, কিছুই বোঝে না সে। কিন্তু তার পাশে থাকা বিড়ালটি কিন্তু সবই বুঝতে পারছে। বাচ্চাটির জন্য বিপদ বুঝতে পেরে, বিড়ালটি বারবার বাচ্চাটির হাত সরিয়ে নিচ্ছে রেলিং থেকে। যতবারই বাচ্চাটি রেলিং ধরে ওঠার চেষ্টা করছে, একজন অভিভাবকের মত ততবারই বিড়ালটি তাঁকে আটকাচ্ছে।

তারপর একটা সময় দেখা যায়, অবোধ শিশুটিকে আরও নিরাপত্তা দেওয়ার জন্য বিড়ালটি নিজেই রেলিং-র উপর উঠে দাঁড়ায়। বিড়ালটির শিশুটিকে অভিভাবকের ন্যায় আগলে রাখার দৃশ্য ক্যামেরা বন্দী করে নেন ঘরে উপস্থিত থাকা আসল মানবী অভিভাবক। পরবর্তীতে এই ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করলে, তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর