কোনোটা পেল দুপুরের স্লট, কোনোটা আবার মাঝরাত পেরিয়ে! কোন সময়ে দেখবেন ৪ টি নতুন মেগা?

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা থেকে স্টার জলসা, দুই চ্যানেলেই শুরু হয়েছে একগুচ্ছ ধারাবাহিক (Serial)। জি বাংলায় তিনটি সিরিয়াল শুরু হওয়ার পাশাপাশি স্টার জলসাতেও পথচলা শুরু করেছে একটি নতুন ধারাবাহিক। এই চারটি সিরিয়ালের (Serial) জন্য পরিবর্তন হয়েছে একাধিক। পুরনো কিছু সিরিয়াল শেষ হয়েছে, স্লট বদল হয়েছে আরো কিছু মেগার।

দুই চ্যানেলেই শুরু হয়েছে নতুন সিরিয়াল (Serial)

জি বাংলায় পরপর দুই সপ্তাহে শুরু হয়েছে তিনটি সিরিয়াল (Serial)। গত সপ্তাহে পথচলা শুরু করেছে শিশুকেন্দ্রিক ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’। তারপরেই চলতি সপ্তাহে জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই তিনটি নতুন ধারাবাহিক (Serial) শুরু হয়েছে। জি তে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’। অন্যদিকে জলসায় শুরু হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’।

When to watch these new serial

কখন কোন সিরিয়াল দেখা যাবে: নতুন পুরনো মিলিয়ে একগুচ্ছ সিরিয়ালের (Serial) মাঝে স্লট নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নতুন সিরিয়াল গুলি কখন কোনটা দেখবেন, কোনোটি মিস হয়ে গেলেই বা কখন দেখবেন রিপিট টেলিকাস্ট, সমস্ত তথ্য থাকছে এই প্রতিবেদনেই। নতুন সিরিয়ালগুলির (Serial) সমস্ত টাইম স্লট উল্লেখ করা থাকল এখানে।

আরো পড়ুন : গল্প এগোলো রাতারাতি, দর্শক টানতে জমজমাট পর্ব আনছে জলসার এই সিরিয়াল

কখন হবে রিপিট টেলিকাস্ট: সন্ধ্যা ছটায় জি বাংলায় দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’। নিম ফুলের মধু শেষ হওয়ার পর এই সিরিয়াল (Serial) শুরু হয়েছে। এই সিরিয়ালটির রিপিট টেলিকাস্ট হবে দুপুর দুটোয়। রাত সাড়ে নটায় গত সপ্তাহ থেকে সম্প্রচার শুরু হয়েছে দুগ্গামণির। এই সিরিয়ালেরও (Serial) পুনঃসম্প্রচারের সময় দেওয়া হয়েছে বটে, তবে সেটা মধ্যরাত পেরিয়ে। রাত ৩:৪৪ মিনিটে রিপিট টেলিকাস্ট হবে দুগ্গামণির।

আরো পড়ুন : বড়সড় রদবদল, উলটে গেল “টপ ৫”! দর্শকদের বিরাট ধাক্কা দিয়ে এক নম্বরে উঠে এল স্টার জলসার “ফ্লপ” সিরিয়াল

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ছটার স্লটে জায়গা করে নিয়েছে ‘তুই আমার হিরো’। তবে এই সিরিয়ালের (Serial) এখনো কোনও রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়নি। এছাড়া জলসার নতুন ধারাবাহিক পরশুরামেরও কোনও আলাদা স্লট দেওয়া হয়নি। মূলত নতুন স্লটগুলির টিআরপি বাড়াতেই কোনো আলাদা স্লট শুরুতে দেয় না চ্যানেল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রিপিট টেলিকাস্টের স্লট পাবে সিরিয়ালগুলি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর