বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (West bengal) হু হু করে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। লকডাউনের মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলাফল বের করলেও, বিদ্যালয়- কলেজে কবে যেতে পারবে এই নিয়ে সংশয় দেখা দিচ্ছে ছাত্র ছাত্রীদের মধ্যে।
মুখ্যমন্ত্রীর নবান্ন বৈঠক
এরই মধ্যে মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) লকডাউন নিয়ে করলেন এক বড় ঘোষণা। গোটা অগস্ট মাস জুড়েই চলবে পালা করে লকডাউন। সপ্তাহে দুদিন করে জারী করা হচ্ছে সম্পূর্ণ লকডাউন। কিন্তু স্কুল কলেজ কবে থেকে খুলবে?
লকডাউনের নির্দেশিকা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি সপ্তাহে প্রায় দুদিন করে থাকবে লকডাউন। ধাপে ধাপে করা হচ্ছে লকডাউন। বকরি ঈদ, রাখি পূর্ণিমা এবং স্বাধীনতা দিবসের দিন লকডাউন থাকছে না। অগস্ট মাসে সম্পূর্ণ লকডাউন থাকবে ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ অগস্ট, অর্থাৎ মোট ৯ দিন। তবে আগামী ৩১ শে অগস্ট অবধি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।
লকডাউনের এই দিনগুলিতে বিমান পরিষেবারও সম্পূর্ণ বন্ধ রাখা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অগস্ট মাসের করোনা সংক্রমণের পরিস্থিতির উপর বিবেচনা করে সেপ্টেম্বর মাসের সিদ্ধান্ত নেওয়া হবে।
বদল ঘটে সিদ্ধান্তে
তবে এই সিদ্ধান্ত গ্রহণের কিছুক্ষণের মধ্যেই আবার এক নতুন নির্দেশিকা জারী করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নতুন করে জানানো হয়েছে, অগস্টের ২ এবং ৯ তারিখ লকডাউন থাকছে না। আটজন আমলাকে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হবে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ৩১ শে অগস্ট অবধি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, বিমান এবং ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। তবে ৫ ই সেপ্টেম্বর থেকে স্কুল-শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। সেক্ষেত্রে একদিন বাদে একদিন ক্লাস হয়ে পারে।