কেরিয়ার হবে শেষ? BCCI-কে খুশি করতে পারছেন না শ্রেয়স! কবে ফিরবেন ভারতের টেস্ট দলে?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতের অন্যতম তারকা খেলোয়াড় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দলীপ ট্রফি ২০২৪-এ ইন্ডিয়া D দলের হয়ে অধিনায়কত্ব করছেন। লাল বলের এই টুর্নামেন্টে আইয়ার এখনও তেমন নজর কাড়তে পারেননি। শুধু তাই নয়, টানা দুই ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে তাঁর দলকে। এমতাবস্থায়, চার ইনিংসে আইয়ারের ব্যাট থেকে এসেছে মাত্র ১০৪ রান। গত রবিবার (১৫ সেপ্টেম্বর) ইন্ডিয়া A-এর বিরুদ্ধে তাঁকে ফর্মে দেখা গেলেও ৪১ রান করে আউট হয়ে যান তিনি। শামস মুলানির বলে বোল্ড হন আইয়ার।

ভারতের টেস্ট দলে কবে ফিরবেন আইয়ার (Shreyas Iyer)?

এদিকে, প্রথম ইনিংসেও খাতা খুলতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে, আইয়ারের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। যার ফলে ভারতীয় টেস্ট দলে আইয়ারের (Shreyas Iyer) ফেরা অদূর ভবিষ্যতে কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও ভারতীয় দলে জায়গা পাননি তিনি।

When will Shreyas Iyer return to India's Test team.

এদিকে, এই প্রসঙ্গে BCCI-এর একজন আধিকারিক টেলিগ্রাফকে জানিয়েছেন, “এই মুহূর্তে টেস্ট দলে শ্রেয়সের (Shreyas Iyer) কোনও জায়গা নেই। তিনি কার জায়গা নেবেন? দলীপ ট্রফিতে তাঁর শট সিলেকশন উদ্বেগের বিষয় হয়ে রয়েছে, বিশেষ করে রবিবারে। তিনি ঠিকঠাক সেট ছিলেন। তারপর হঠাৎ এমন একটি শট খেলেন যে তিনি আউট হয়ে যান। আপনি যখন ফ্ল্যাট পিচে সেট হয়ে ব্যাট করছেন, তখন আপনাকে সেই সুযোগের সেরাটা কাজে লাগাতে হবে।” এদিকে, অন্য একজন আধিকারিক বলেছেন যে, আইয়ার ঘরোয়া সার্কিটে খেলা চালিয়ে যাবেন। অস্ট্রেলিয়া সফরে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম। জানিয়ে রাখি যে, আগামী ২২ নভেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

আরও পড়ুন: “মোদী একজন অসাধারণ ব্যক্তি”! ভারতের বিরুদ্ধে তোপ দেগে নমোর প্রশংসা করলেন ট্রাম্প

বোর্ডের আরেক আধিকারিক জানিয়েছেন, “শ্রেয়সকে (Shreyas Iyer) ইরানি কাপের জন্য মুম্বাই দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। পাশাপাশি, যদি তিনি বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজের জন্য নির্বাচিত হন, সেক্ষেত্রে তিনি ইরানি কাপ এবং তারপরে অন্যান্য T20 ম্যাচ খেলতে পারবেন।” প্রসঙ্গত উল্লেখ্য লখনউতে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইরানি কাপ। এদিকে, আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে ভারত-বাংলাদেশ T20 সিরিজ।

আরও পড়ুন: বিচারের আশা সামনে রেখেই সম্পন্ন হল ফ্যাশন অ্যান্ড ফুড এক্সপো – এসো দেবকন্যা , পুজোর আগে দেদার কেনাকাটা

ওই আধিকারিক আরও বলেন, “আইয়ার (Shreyas Iyer) যদি ইরানি কাপেও ভালো পারফর্ম না করেন, তবুও রান করার জন্য তাঁর কাছে রঞ্জি ট্রফি আছে। ২০২৩ সালের ODI বিশ্বকাপে তিনি ভালো ব্যাটিং করেছিলেন। যা বেশিদিন স্থায়ী হয়নি। তিনি চোটও পেয়েছেন। দলীপ ট্রফিতে এখনও এক রাউন্ড বাকি। কে জানে, তিনি হয়তো সেঞ্চুরিও করতে পারেন। তাঁকে ফর্ম ফিরে পেতে হবে। শর্ট বলের সমস্যার কারণে তিনি সম্ভবত অস্ট্রেলিয়ায় যাবেন না। কিন্তু ঘরের মাঠে তাঁর রান উপেক্ষা করা যাবে না।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর