জি-কে কড়া চ্যালেঞ্জ, দেব-যশের “ধামাকা” পারফরম্যান্স, গীতা-কথা-ঝিল্লিরা জমিয়ে দিলেন পরিবার অ্যাওয়ার্ড!

বাংলাহান্ট ডেস্ক : খাতায় কলমে উৎসবের মরশুম শেষ হলেও টেলিপাড়ায় এখনো চলছে শোরগোল। আসলে বিভিন্ন চ্যানেলে (Serial) রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালের পাশাপাশি অ্যাওয়ার্ড শোগুলিও সম্প্রচারিত হওয়ার সময় এগিয়ে আসছে। জি বাংলার সোনার সংসারের পাশাপাশি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের অপেক্ষাও করছেন অনেকে। অবশেষে সামনে এল জলসা পরিবার অ্যাওয়ার্ডের (Serial) প্রথম প্রোমো। কবে সম্প্রচারিত হবে এই অ্যাওয়ার্ড শো?

সামনে এল পরিবার অ্যাওয়ার্ডের (Serial) প্রোমো

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের (Serial) প্রথম প্রোমোতেই হয়েছে ধামাকা। চোখ ধাঁধানো স্টেজ, সাজসজ্জা, তারকারাও নেচেছেন পাল্লা দিয়ে। জুটি পারফরম্যান্স দেখা গিয়েছে গীতা স্বস্তিক, কথা এভি, আদৃত শুভলক্ষ্মীদের (Serial) মতো জনপ্রিয় জুটিদের। পাশাপাশি চোখ ধাঁধানো সিঙ্গেল পারফরম্যান্সে বাজিমাত করেছেন সুধা, ঝিল্লি দের মতো নায়িকারা।

This zee bangla serial may emd in 6 months

কাদের থাকছে পারফরম্যান্স: গীতার (Serial) পারফরম্যান্সের এন্ট্রি চোখ কপালে তুলেছে দর্শকদের। সঙ্গে উপস্থাপনায় পাশাপাশি দেখা মিলেছে কথা এবং এভি ওরফে সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের। তবে এখানেই চমকের শেষ নয়। একগুচ্ছ ধামাকা রয়েছে প্রোমোতেই (Serial)। ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, কোয়েল মল্লিক, তনুশ্রী চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্তদের দেখা মিলেছে অ্যাওয়ার্ড শোয়ের প্রোমোতে।

আরো পড়ুন : রক্তাক্ত শেয়ার বাজারে ফেব্রুয়ারির শেষ দিনেই ঘটল বিপর্যয়! মাথায় হাত বিনিয়োগকারীদের

ধামাকা করলেন দেব: ‘হায়রে বিয়ে হল ক্যানে’ গানে নেচে বিরাট চমক দিয়েছেন দেব। আবার দর্শকাসন থেকে তিনি হাত ধরে নিয়ে আসেন কোয়েলকে (Serial)। বহুল জনপ্রিয় জুটির একসঙ্গে পারফরম্যান্স দেখে আপ্লুত দর্শকরা। সঙ্গে যশের পারফরম্যান্স ছিল উপরি পাওনা। কার্যত জলসার ‘পার্বণ’ যে জমে যেতে চলেছে তেমনটাই আভাস মিলেছে প্রোমোতে (Serial)।

আরো পড়ুন : মাটির নিচে ১৪ কোটি বছরের “গুপ্তধন”, পড়শি রাজ্যে বিরাট সাফল্য ভূতাত্ত্বিকদের, জানলে হবেন “থ”

প্রসঙ্গত, ২০ শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫। পার্পল স্টুডিওতে শুটিং হয়েছে এই অ্যাওয়ার্ড শোয়ের। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের আমন্ত্রণ পত্রটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ১৬ ই মার্চ সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর