মহাকাশেই অতিবাহিত হয়েছে ৭ মাস! কবে ফিরবেন সুনীতারা? NASA-র আপডেটে বাড়ছে আশঙ্কা

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাস কেটে গিয়েছে মহাকাশে। গত বছর ২ জুন থেকে মহাকাশে গিয়ে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। মার্কিন মহাকাশচারী মহাকাশ থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের ভোটও দিয়েছেন। তবে এখনও পৃথিবীতে ফিরে আসার কোনও খবর পাওয়া যায়নি। মহাকাশ থেকেই তাঁদের বিভিন্ন রকমের ছবি পাওয়া গিয়েছে। যার ফলে তাঁরা কেমন আছেন না আছেন সমস্ত আপডেট রয়েছে সকলের কাছে। কিন্তু প্রশ্ন উঠছে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী কবে ফিরবেন? আর এই প্রশ্নের মাঝেই এল বিরাট আপডেট।

মহাকাশ থেকে কবে ফিরবেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)?

বহু জল্পনা কাটিয়ে এবার সেই উত্তর পাওয়া গেল। সূত্র মারফত জানা যাচ্ছে, ফেব্রুয়ারিতেই ফিরতে পারেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ। আপাতত এমনটাই ঠিক হয়েছে বলে জানা গিয়েছে। একদিকে আশার আলো জাগলেও NASA এই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা দিতে পারছে না বলেই শোনা যায়। ফেব্রুয়ারিতেই যে সম্ভবনা রয়েছে তা কিন্তু নয়, তার থেকেও দেরিও হতে পারে। When will Sunita Williams return from space

কেন তাঁদের মহাকাশ থেকে ফেরা নিয়ে এত অনিশ্চয়তা: জানা গিয়েছে, ২০২৪-এ ২ জুন মহাকাশে পাড়ি দেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। আর সেই জুন মাস থেকে আজ শুরু হয়ে গিয়েছে ২০২৫ এর জানুয়ারি মাস। সমস্যা হয়ে দাঁড়িয়েছে মহাকাশ যান নিয়ে। স্পেসক্রাফট করে মহাকাশে গিয়েছিলেন দু’জন। তারপর মহাকাশ যানটি মেরামত করার জন্য আবারও পৃথিবীতেও ফিরে এসেছে। নতুন বছরে তাঁদের আনার জন্য নতুন করে একটি যান মহাকাশে পাঠানো হবে। আর তার জন্যই সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ ‘নজরদারি কোথায়?’ বেআইনি নির্মাণ নিয়ে ‘ক্ষুব্ধ’! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

জানা যাচ্ছে, যে মহাকাশ যানটি পাঠানো হবে সেটির কাজ শেষ না হওয়া পর্যন্ত পাঠানো যাবে না। তবুও আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই যানটি পাঠানো হতে পারে। আর তাহলেই হয়তো ফেব্রুয়ারিতে ঘরে ফিরতে পারেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। তবে এখনও পর্যন্ত NASA-র তরফ থেকে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। পাশাপাশি জানা গিয়েছে, মহাকাশে যে তাঁরা এতদিন ধরে রয়েছেন তাতে দু’জনে নতুন রেকর্ড করতে পারেন। মহাকাশে সবথেকে বেশি ভেসে থাকা দুই মহাকাশচারীর রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ DA নয়, সরকারি কর্মীদের জন্য আরও বড় সুখবর! এই ৩ এক্সপ্রেস ট্রেনে এবার মিলবে বিরাট সুবিধা

ইতিমধ্যেই সুনীতা উইলিয়ামস (Sunita Williams) মহাকাশে স্পেস ওয়াক করার একটি পরিকল্পনা করেছেন। সব ঠিক থাকলেও নতুন আরেক অভিজ্ঞতার সঞ্চার করবেন তিনি। তবে তিনিও চাইছেন বাড়ি ফিরে আসতে। তাই NASA-র এখন বড় দায়িত্ব হচ্ছে দু’জনকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনার।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর