বাংলা হান্ট ডেস্ক: ICC চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) ২০২৫-এর জন্য এখনও পর্যন্ত ৮ টির মধ্যে ৫ টি দলের ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভারত এই মেগা টুর্নামেন্টের জন্য এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন হতে চলা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচের ৫ সপ্তাহ আগে অর্থাৎ ১২ জানুয়ারির মধ্যে সমস্ত দল ঘোষণা করতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য কবে হবে দল ঘোষণা:
এদিকে, ১২ জানুয়ারি পর্যন্ত মাত্র ৪ টি দল ঘোষণা করা হয়েছিল এবং ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়া তাদের দল ঘোষণা করেছিল। এখন প্রশ্ন হল কেন এই ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি? এর কারণ হিসেবে রয়েছেন দুই খেলোয়াড়। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
আসলে, BCCI ইতিমধ্যেই ICC-র কাছে দল ঘোষণার জন্য কিছু সময় চেয়েছে। এমন পরিস্থিতিতে ভারতকে ১৭ বা ১৮ জানুয়ারি দল ঘোষণা করতেই হবে, কিন্তু BCCI ঠিক কোন সমস্যার সম্মুখীন হচ্ছে এই উত্তর এবার পাওয়া গিয়েছে। মূলত, টিম ইন্ডিয়ার দুই খেলোয়াড় এখনও পুরোপুরি ফিট না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য দল ঘোষণা করা হচ্ছে না। তাঁদের ফিটনেস আপডেটও প্রকাশ করা হয়নি। এই খেলোয়াড়র হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ এবং স্পিনার কুলদীপ যাদব।
আরও পড়ুন: “আমি একজন সেবক হিসেবে এসেছি….”, ভূস্বর্গে টানেল উদ্বোধন করতে গিয়ে সবার মন জিতলেন মোদী
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট ম্যাচে পিঠের চোটের সম্মুখীন হয়ে বুমরাহ দ্বিতীয় ইনিংসেও বোলিং না করার কারণে তাঁর চোট কতটা গুরুতর তা বিচার করে দল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। অনুমান করা হচ্ছে, তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে কিছুটা সময় লাগবে। এদিকে, কুলদীপ যাদব ২০২৪ সালের অক্টোবর থেকে কুঁচকির চোটে ভুগছেন। জার্মানিতে তাঁর অস্ত্রোপচার হয়েছে। একই সঙ্গে নিউজিল্যান্ডের চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বুমরাহ। তবে তাঁর ইনজুরির গ্রেড এবং তিনি কবে মাঠে ফিরবেন সে বিষয়ে কোনও তথ্য জানায়নি বোর্ড।
আরও পড়ুন: আর চলবেনা খেলোয়াড়দের দাদাগিরি! IPL-এ নিয়ম অমান্য করলেই…..বড় সিদ্ধান্তের পথে BCCI
অন্যদিকে, ভারতের জন্য সুখবর হল মহম্মদ শামি দলে ফিরেছেন এবং কুলদীপ যাদবও শীঘ্রই ফিট হয়ে উঠবেন। মহম্মদ শামিকে আগামী ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের T20 সিরিজের জন্য নির্বাচিত করা হয়েছে। এদিকে, কুলদীপ যাদব ODI সিরিজে সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। তাতেই তাঁর ফিটনেস সম্পর্কে ধারণা পাওয়া যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কি না? তবে, করা হচ্ছে যে, ODI সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দল একই হতে পারে।