বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান তথা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস এবার বড় আপডেট সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে, ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে। ততদিন পর্যন্ত শুধু অন্তর্বর্তী সরকারই দেশের সরকার হিসেবে কাজ করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পর থেকে অপসারণের পর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে। তারপর থেকেই বাংলাদেশে মৌলবাদীদের মনোবল তুঙ্গে এবং তারা ক্রমাগত সংখ্যালঘুদের টার্গেট করে চলেছে।
বাংলাদেশে (Bangladesh) কবে আসবে নির্বাচিত সরকার?
ইউনূস গত সোমবার একটি টিভি চ্যানেলকে বলেন, নির্বাচন হবে ২০২৫ বা ২০২৬ সালের প্রথম দিকে। জানিয়ে রাখি যে, বর্তমানে বাংলাদেশে (Bangladesh) নির্বাচন নিয়ে ইউনূসের ওপর চাপ বাড়ছে। প্রধানমন্ত্রীর পর থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। তারপরেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ইউনূস। এমতাবস্থায়, তিনি জানিয়েছেন নির্বাচনের আগে বাংলাদেশে একাধিক সংস্কার করতে হবে। এছাড়াও ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াও উন্নত করতে হবে বলেও জানান তিনি।
এর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে (Bangladesh) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে টানা চতুর্থবারের মতো জয়লাভ করে শেখ হাসিনার আওয়ামী লীগ। এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে একটি পরিকল্পনা পেশ করেছেন। এই আবহেই শেখ হাসিনা গত রবিবার দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ওপর আরেকটি তীব্র আক্রমণ করেছেন এবং তাঁকে একটি “অগণতান্ত্রিক গোষ্ঠীর” নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। “বিজয় দিবস”-এর প্রাক্কালে এক বিবৃতিতে হাসিনা ইউনূসকে “ফ্যাসিস্ট” আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমন করা।
আরও পড়ুন: একটানা দু’বার চ্যাম্পিয়ন! ফাইনাল ম্যাচে চিনকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে বাজিমাত করল ভারত
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশ (Bangladesh) প্রতিবছর ১৬ ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী, ৯৩,০০০ সৈন্য নিয়ে ১৩ দিনের যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী এবং “মুক্তিবাহিনী”-র সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। যার পরে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে ওঠে।
আরও পড়ুন: জানেন না অনেকেই! রেলের এই বিশেষ কোটায় দ্রুত মেলে কনফার্ম টিকিট, কিভাবে করবেন আবেদন?
শেখ হাসিনা তাঁর বিবৃতিতে বলেন, “দেশবিরোধী দলগুলি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করেছে। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে এই অগণতান্ত্রিক গোষ্ঠীর জনগণের প্রতি কোনও জবাবদিহি নেই।” ইউনূস সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের (Bangladesh) মানুষ বর্তমানে মূল্যবৃদ্ধির সম্মুখীন হয়েছেন। এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনও জবাবদিহির বিষয়টি নেই। তাদের মূল উদ্দেশ্য মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির চেতনা ও কণ্ঠস্বরকে দমন করা।”