বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। যার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি সম্পন্ন হয়েছে। যেখানে ২৮০ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ভারত। আর এই সিরিজের মধ্য দিয়েই শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটের মরশুম। এরপর একটানা বিভিন্ন সিরিজ খেলতে হবে ভারতকে। যদিও, ঠিক এই আবহেও প্রত্যেকের নজর রয়েছে IPL (Indian Premier League)-এর নিলাম কবে হবে সেই দিকে।
কবে হবে IPL (Indian Premier League)-এর মেগা নিলাম:
জানিয়ে রাখি যে, আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের IPL (Indian Premier League)-এর আগে সম্পন্ন হবে মেগা নিলাম। যেখানে নতুন করে দল সাজাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। এমতাবস্থায়, মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এবারের মেগা নিলাম নভেম্বরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহ কিংবা ডিসেম্বরের একদম শুরুতে সম্পন্ন হতে পারে।
IPL 2025 AUCTION LIKELY TO HAPPEN ON NOVEMBER END or EARLY DECEMBER…!!!!
– Retention rules will be out in a couple of days. [IANS] pic.twitter.com/96W0U2V2AG
— Johns. (@CricCrazyJohns) September 18, 2024
উল্লেখ্য যে, যেহেতু আগামী বছরের IPL (Indian Premier League) -এর আগে মেগা নিলাম সম্পন্ন হবে তাই একাধিক বড় খেলোয়াড়ের দল পরিবর্তন ঘটতে পারে। এদিকে এখনও IPL-এ খেলোয়াড়দের রিটেনশন অর্থাৎ ধরে রাখার নিয়মটি ঘোষণা করা হয়নি। যেটি শীঘ্রই জানানো হবে। ফ্র্যাঞ্চাইজিগুলিও রিটেনশনের নিয়ম ঘোষণার জন্য অপেক্ষা করছে। যার পরে তারা সেই অনুযায়ী তাদের নিলামের কৌশল তৈরি করবে।
Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, এবারেও IPL (Indian Premier League) নিলাম ভারতে সম্পন্ন হবে না। বরং, মধ্যপ্রাচ্যের কোনও দেশে এটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। INS-এর সাথে কথা বলার সময় BCCI-এর এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন “IPL ২০২৫-এর নিলাম আগামী নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে রিটেনশনের নিয়মও ঘোষণা করা হবে।”
আরও পড়ুন: ফিউচার-অপশনে বিনিয়োগেই ঘটছে সর্বনাশ! মাত্র ৩ বছরে হল ১.৮১ লক্ষ কোটির লোকসান
রিটেনশনের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে সম্মতি ছিল না: জানিয়ে রাখি, যখন BCCI মুম্বাইতে টিম মালিকদের সাথে IPL (Indian Premier League) নিয়ে একটি বৈঠক করেছিল। তখন রিটেনশনের প্রক্রিয়ার বিষয় একাধিক মত পার্থক্য দেখা গিয়েছিল। কিছু দল যতটা সম্ভব খেলোয়াড়দের রিটেন করার স্বাধীনতা চেয়েছিল। অপরদিকে, কিছু দল আবার মাত্র কয়েকজন খেলোয়াড়কে ধরে রাখতে চায়। যাতে তারা তাদের দল পুনর্গঠনের সুযোগ পেতে পারে। আর এই বিষয়টি নিয়েই এখনও আলোচনা জারি রয়েছে বলে মনে করা।